ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের লাঞ্ছিত সেই প্রধান শিক্ষক কর্মস্থলে ফিরেছেন

প্রকাশিত: ০৮:৫৯, ১১ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জের লাঞ্ছিত সেই প্রধান শিক্ষক কর্মস্থলে ফিরেছেন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১০ জুলাই ॥ বন্দর উপজেলার কল্যান্দি এলাকার পিয়ার লতিফ সাত্তার উচ্চ বিদ্যালয়ের লাঞ্ছিত সেই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত দীর্ঘ প্রায় দুই মাস পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রবিবার সকাল ৯টায় কর্মস্থলে যোগদান করেছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ পাহারায় পূর্বের কর্মস্থলে স্বপদে ফিরে এসে শ্যামল কান্তি ভক্ত এক প্রতিক্রিয়ায় বলেন, অশুভ শক্তির পরাজয় হয়ে সত্যের শুভ জয় হয়েছে। অন্যদিকে তার যোগদানের মধ্য দিয়ে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। চলতি বছরের ১৩ মে ধর্মীয় অবমাননার অপবাদ দিয়ে বন্দর উপজেলার কল্যান্দি এলাকার পিয়ার লতিফ সাত্তার উচ্চ বিদ্যালয়ের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে প্রথমে স্কুল কমিটির লোকজন ও স্থানীয় জনতা মারধর করেন। এদিকে ঘটনার পরদিন বিদ্যালয় পরিচালনা পরিষদ ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। লাঞ্ছিত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মে সেই বহিষ্কারাদেশ গ্রহণ করেন। ঘটনার পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হলে প্রতিবাদের ঝড় ওঠে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে পরবর্তীতে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পুনর্বহালের নির্দেশ দেয়।
×