ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানবাহিনী প্রধানের যুক্তরাজ্য গমন

প্রকাশিত: ০৬:২৪, ১০ জুলাই ২০১৬

বিমানবাহিনী প্রধানের যুক্তরাজ্য গমন

বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু (রিয়াট) ২০১৬ এবং ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ার শোতে (ফিয়াস) অংশগ্রহণের জন্য এক সরকারী সফরে বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বিমানবাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিত রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু (রিয়াট) ২০১৬ এবং ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ার শোতে (ফিয়াস) অংশগ্রহণ করবেন। বিমানবাহিনী প্রধানের সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। -আইএসপিআর ভিয়েনায় প্রবাসীদের ঈদ-উল-ফিতর উদ্্যাপন অস্ট্র্রিয়া প্রবাসী বাংলাদেশী মুসলমানরা ৬ জুলাই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী বাংলাদেশী মুসলিম সম্প্রদায় পরিচালিত পাঁচটি মসজিদে প্রতিবারের মতো এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিপুলসংখক মুসল্লি এতে অংশ নেন। এর মধ্যে বেশ কিছু মুসল্লি ছিলেন অন্যান্য মুসলিম কমিউনিটির। ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররমে স্থানীয় সময় সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি গ্রামীণ খেলা রাজধানীর সাঁতারকুল এলাকায় কয়েকজন কিশোরীকে গ্রাম-গঞ্জের এক সময়ের পুরনো খেলা ‘ইচিং-বিচিং’ খেলতে দেখা যায়। স্কুলে ক্লাসের ফাঁকে, বিকেলে অবসরের সময় সাধারণত এই খেলাটি মেয়েরা খেলে থাকে। তবে খেলাটি শহরাঞ্চলে জনপ্রিয় না হলেও গ্রাম-গঞ্জে এখনও জনপ্রিয় রয়েছে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। অদম্য রাজধানীর মগবাজার এলাকায় একটি চায়ের দোকান করে সংসার চালাতেন শারীরিক প্রতিবন্ধী আক্তার হোসেন (৪০)। কিন্তু ওই এলাকায় উচ্ছেদ অভিযানের পর তার দোকানসহ বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হলো বেকার হয়ে পড়েন তিনি। তবে প্রতিকূল পরিস্থিতির কাছে নতি শিকার না করে আয়-রোজগারের অন্য একটি উপায় বের করেছেন। কিস্তিতে একটি অটোরিক্সা ক্রয় করে সেটি চালিয়ে যা পান তা দিয়েই সংসার চালান তিনি। ছবি-জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রীর।
×