ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আর কাদা মাটি মাখবে না তাজমহল

প্রকাশিত: ১৯:৪১, ৩০ জুন ২০১৬

আর কাদা মাটি মাখবে না তাজমহল

অনলাইন ডেস্ক॥ আরও ফর্সা হওয়ার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে মাড প্যাক ব্যবহার করছিল সুন্দরী তাজ। শ্বেতশুভ্র মর্মরের গা থেকে বয়সের দাগ–ছোপ তোলার জন্য কাদামাটি লেপে দেওয়া হচ্ছিল তাজমহলের সর্বাঙ্গে। কিন্তু হিতে বিপরীত হচ্ছে। এত ঘনঘন সেই মাড প্যাক দেওয়া হচ্ছে যে উল্টে আরও দাগ ধরে যাচ্ছে পাথরে। তাই সিদ্ধান্ত হয়েছে, আর কাদামাটি নয়। দূষণের কারণে দীর্ঘদিন ধরেই ক্রমশ ঔজ্জ্বল্য হারাচ্ছে তাজ। সৌন্দর্য ফেরাতে তাই কাদামাটির অস্থায়ী প্রলেপের নিদান দেন ভারতীয় প্রত্ন বিভাগের বিশেষজ্ঞরা। ‌তাজমহলের উত্তর দিকের দেওয়ালের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাই সেখানে গত ১৪ মাসে ৩ বার কাদামাটির প্রলেপ লাগানো হয়েছে। যার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেওয়ালে সবুজ ছোপ পড়তে শুরু করেছে। লাভের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে।‌ যদিও কাদামাটির ব্যবহারই কোনও প্রাচীন সৌধের দেওয়ালে ক্ষত মেরামতের জন্য সর্বাধিক প্রচলিত পদ্ধতি। তবে, তাজের ক্ষেত্রে সেটা ব্যবহার করার আগে আরও বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত ছিল, যা তাজমহলের ক্ষেত্রে ঘটেনি। বিশেষজ্ঞদের না জানিয়েই সম্প্রতি ফের প্রলেপ লাগানোর কাজ শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আই আই টি কানপুরের পরিবেশবিদ্যার অধ্যাপক এস এন ত্রিপাঠি। তিনি বলেছেন, ‘প্রলেপ লাগানোর ব্যাপারে সতর্ক না হলে, তাজের গায়ে প্রথমে সবুজ এবং পরে স্থায়ী হলদেটে ছোপ পড়ে যাবে।’
×