ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মন্ত্রিপরিষদ বিভাগের এপিএ চুক্তি সই

ঈদের ছুটিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের সতর্ক থাকার নির্দেশ

প্রকাশিত: ০৫:৫৪, ৩০ জুন ২০১৬

ঈদের ছুটিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের সতর্ক থাকার নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ ঈদের দীর্ঘ ছুটিতে কোন পর্যায়ে আইনশৃঙ্খলায় বা কোনভাবে যাতে অস্থিরতা সৃষ্টি না হতে পারেÑ সে বিষয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বিভাগীয় কমিশনারদের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। পাশাপাশি প্রথমবারের মতো আট বিভাগীয় কমিশনারের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং আট বিভাগীয় কমিশনাররা বুধবার এই চুক্তিতে স্বাক্ষর করেন। বিভাগীয় কমিশনারদের উদ্দেশে মুখ্য সচিব বলেন, নয় দিনের লম্বা ছুটিতে জেলা প্রশাসকদের সতর্ক রাখবেন। কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে বিষয়ে ডিসিরা যেন সজাগ থাকেন। রোজার ঈদ সামনে রেখে শব-ই-কদরের পরদিন আগামী ৪ জুলাই সরকারী ছুটি ঘোষণা হওয়ায় আগে ও পরে শুক্র-শনি মিলিয়ে এবার টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারী চাকরিজীবীরা। ঈদের ছুটিতে যে কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জানাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন আবুল কালাম। সরকারী কর্মকর্তাদের তিনি বলেন, টানা নয় দিনের ছুটি। ছুটি যত লম্বা আপনাদের রেসপনসিবিলিটি তত বেশি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের পাশে বসে ভিডিও কনফারেন্স অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম বলেন, নয় দিন সরকারী ছুটিতে নিরাপত্তার বিষয়টি বড় আকারে দেখা দরকার। এই সময়ে ব্যাংকের ভল্টের নিরাপত্তা আরও জোরদারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ঈদের ছুটিতে মানুষ যেন জরুরী চাহিদাগুলো মেটাতে পারেন। নিরাপত্তার বিষয়গুলো ভালভাবে দেখতে ডিসিদের সঙ্গে যেন কো-অর্ডিনেশন করা হয়। ডিসি অফিস সব সময়ই খোলা থাকবে, এরপরও যেন ‘এক্সট্রা কেয়ার’ নেয়া হয়- এটাই মেসেজ বলে বিভাগীয় কমিশনারদের জানান সুরাইয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে ভিডিও কনফারেন্সে অর্থ সচিব মাহবুব আহমেদ বিভাগীয় কমিশনারদের জানান, ব্যাংকিং বিভাগ থেকে ঈদের ছুটিতে ব্যাংকগুলোর নিরাপত্তার বিষয়ে চিঠি দেয়া হয়েছে। ঈদের ছুটিতে ব্যাংক খাতের নিরাপত্তায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদেরও সহযোগিতা চান অর্থ সচিব। ‘টার্গেটে’ এল মাঠ প্রশাসনের কাজ প্রথমবারের মতো আট বিভাগীয় কমিশনারের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং আট বিভাগীয় কমিশনাররা বুধবার এই চুক্তিতে স্বাক্ষর করেন। কাজের ব্যবস্থাপনায় মন্ত্রণালয়গুলোর সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো মন্ত্রণালগুলোর সঙ্গে এপিএ করে। এরপর মন্ত্রণালয়গুলো তাদের অধীন দফতর ও সংস্থার সঙ্গে এপিএ করে। এবার মাঠ প্রশাসন, অর্থাৎ বিভাগীয় কমিশনারদের সঙ্গে এপিএ করল মন্ত্রিপরিষদ বিভাগ। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী বিভাগীয় কমিশনাররা এক বছরের টার্গেট দিয়ে জানাবেন, তারা কী কী করতে চান এবং কোন কোন সূচক কোন মাত্রায় অর্জনের চেষ্টা করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগীয় কমিশনারদের সেই লক্ষ্য অর্জনে সার্বিক সহায়তা দেবে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে চুক্তি শেষে শফিউল আলম বলেন, আগে ‘লিগ্যাল কোন বাইন্ডিংস’ ছিল না। এখন যেহেতু চুক্তি করলাম পারস্পারিকভাবে দায়বদ্ধতার মধ্যে চলে এসেছি। প্রথমবারের মতো মাঠ পর্যায়ের কাজকে টার্গেটের মধ্যে আনা হয়েছে। সচিব বলেন, জন প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ করেন। শপথ ভঙ্গ হলে তারা জনগণের কাছে দায়ী হন, আমাদের সে রকম ব্যবস্থা নেই। এখন আমরা পারস্পারিকভাবে চুক্তিবদ্ধ হয়ে নিজেদের ‘বাইন্ড করলাম যে, উই আর কমিটেড টু পারফরম আওয়ার ডিউটিজ’। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব লক্ষ্য নেয়া হয়েছে তার শতভাগ অর্জন কঠিন হলেও অসম্ভব নয়। বিভাগীয় কমিশনারদের পক্ষে ঢাকার হেলাল উদ্দিন আহমেদ বলেন, এই চুক্তির ফলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। একইসঙ্গে সেবাদাতাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং উদ্ভাবনী চর্চার মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত হবে। এপিএ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন ঢাকার বিভাগীয় কমিশনার। আগামী বছর ডিসি সম্মেলনের পরের দিন ইনোভেশন ফেয়ার হবে জানিয়ে মুখ্য সচিব বলেন, জেলা থেকে ‘ফ্রেশ ইনোভেশনগুলো’ পাঠাতে হবে, এ বিষয়ে বিভাগীয় কমিশনাররা সহযোগিতা করবেন।
×