ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে কৃষকের প্রায় ২ একর জমির ফসল নষ্ট

প্রকাশিত: ২১:১৮, ২৪ জুন ২০১৬

ঝালকাঠিতে কৃষকের প্রায় ২ একর জমির ফসল নষ্ট

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের ভুমিহীন প্রান্তিক কৃষক শাহ আলম মোল্লার লিজ নেওয়া জমিতে চাষাবাদ করা ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে যে কোনা সময় সেখানে চাষাবাদ করা চিচিংগা, মিষ্টি কুমার, চাল কুমার, বোম্বাই মরিচ ও শশা এবং বরবটির গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এই কৃষক একই এলাকার রব খন্দকার ও মোবারেক মিরার জমি ১০ বছর ধরে লিজ নিয়ে মাটি কেটে কান্দি করে এখানো চাষাবাদ করে আসছে। শাহ আলম মোল্লা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ৭০ হাজার টাকা কায়িক পরিশ্রম বাদে এই কাজে বিনিয়োগ করেছে এবং তার ধারনা এই ফলন থেকে সে আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবে। এপর্যন্ত তার সাথে কারো সাথে কোন বিরোধ ঘটেনি। সম্প্রতি একই এলাকার কালাম মোল্লার গরু বেড়া ভেঙ্গে তার চাষাবাদ করা ক্ষেত খামার নষ্ট করায় পিটিয়ে গরুকে ক্ষেত থেকে তাড়িয়ে দেয়। ১ সপ্তাহ পূর্বের এই ঘটনায় কালাম মোল্লা শাহ আলম মোল্লাকে তার গরু পেটানোর জন্য ক্ষুব্দ হয় এবং কি ভাবে সে ক্ষেত খামার করে খায় তা দেখিয়ে দেবেন বলে হুমকি দেয়। শাহ আলম মোল্লা ধরনা করেন এই কাজটি কালাম মোল্লা ছাড়া আর কেউ করেনি। ফসল নষ্ট করায় ক্ষুদ্ধ গ্রামবাসী
×