(পূর্ব প্রকাশের পর)
১৮. তথ্যপ্রযুক্তির প্রধান ভাষা কোনটি?
ক) বাংলা খ) আরবি গ) ইংরেজী ঘ) মান্দারিন
১৯. কোন বিষয়টি নাগরিকতা বিষয়ের ওপর অধিক গুরুত্ব দেয়?
ক) সমাজবিজ্ঞান খ) রাষ্ট্রবিজ্ঞান
গ) পৌরনীতি ও সুশাসন ঘ) নীতিবিজ্ঞান
২০. ‘আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত’- উক্তিটি কে করেছেন?
ক) হব হাউস খ) অধ্যাপক লাস্কি
গ) মন্টেস্কু ঘ) ম্যাক্স ওয়েবার
২১. হস্তান্তরিত আইন প্রণয়ন করে কোন বিভাগ?
ক) আইন বিভাগ খ) শাসন বিভাগ
গ) বিচার বিভাগ ঘ) পুলিশ বিভাগ
২২. ‘কোন দেশের জনগণ স্বাধীনতাকামী হবে কি না, তা অনেকটা নির্ধারিত হয় ভৌগোলিক পরিবশে দ্বারা।’ - কার উক্তি?
ক) বার্কার খ) বাকলে গ) ম্যাকাইভার ঘ) মন্টেস্কু
২৩. ‘খধি ড়ভ ঃযব ঈড়হংরঃঁঃরড়হ’ গ্রন্থটির প্রকাশিত হয়?
ক) ১৯৮০ খ) ১৯৮৫ গ) ১৯৯০ ঘ) ১৯৯৫
২৪. কত সালে সুইডিশ পার্লামেন্ট ‘ঙৎফরহধহপব ড়হ ঋৎববফড়স ড়ভ ৎিরঃরহম অপঃ ড়ভ ঃযব চৎবংং’ শীর্ষক আইন পাস করে?
ক) ১৭৬৫ সালে খ) ১৭৬৬ সালে
গ) ১৯৬৫ সালে ঘ) ১৯৬৬ সালে
২৫. আইনের দ্বারা রাষ্ট্রের সম্পর্ক নির্ণয় করা হয়-
র. ব্যক্তির সঙ্গে ব্যক্তির রর. ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের
ররর. রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর, ও ররর
২৬. জাতীয়তার প্রথম ও প্রধান উপাদান কোনটি?
ক) বংশগত ঐক্য খ) ভৌগোলিক ঐক্য
গ) ধর্মীয় ঐক্য ঘ) অর্থনৈতিক ঐক্য
২৭. ই-গবর্নেন্স-
ক) প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায় খ) প্রশাসনিক বয় হ্রাস পায় গ) প্রশাসনিক ব্যয় স্থির থাকে ঘ) প্রশাসনিক ব্যয় শূন্য থাকে
২৮. কোনটি আমলার বৈশিষ্ট্য নয়?
ক) স্থায়িত্ব খ) বেতন-ভাতা
গ) অদক্ষতা ঘ) নিরপেক্ষতা
২৯. রাজনৈতিক দলের সফলতার স্বার্থে কোনটি পরিহার করা বাঞ্ছনীয়?
ক) সামরিক ক্ষমতা খ) জনগণকে সংগঠিত করা
গ) নিয়মতান্ত্রিক পন্থায় সরকার গঠন
ঘ) গতিশীল নেতৃত্বের অনুসরণ
৩০. ব্যক্তির স্বইচ্ছা অনুসারে কাজ করা হলে এটিকে কী বলা হয়?
ক) অধিকার খ) পরাধীনতা
গ) স্বাধীনতা ঘ) সুস্পষ্টতা
৩১. কোন যুগে ধর্মীয় রীতিনীতির বেড়াজালে জনগণের রাজনৈতিক অধিকার আবদ্ধ ছিল?
ক) প্রাচীন যুগ খ) মধ্যযুগ
গ) প্রাক-আধুনিক ঘ) আধুনিক
৩২. জাতীয় রাষ্ট্রের প্রথম কে ব্যক্ত করেন?
ক) এরিস্টটল খ) টমাস হবস
গ) রুশো ঘ) ম্যকিয়াভেলি
৩৩. জনমত হলো সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি- উক্তিটি কার?
ক) কিম্বল ইয়ং খ) লর্ড ব্রাইস
গ) জিন্সবার্গ ঘ) লোয়েল
৩৫. যেসব সুবিধা ছাড়া ব্যক্তিজীবনের স্বয়ংসম্পূর্ণতা হয় না তাকে কী বলা যায়?
ক) মূল্যবোধ খ) কর্তব্য
গ) মানবাধিকার ঘ) অধিকার
৩৬. এরিস্টটল ছিলেন-
র. স্বেচ্ছাচারের ঘোর বিরোধী
রর. ব্যক্তি স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল
ররর. রক্ষণশীল বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৩৭. কর্তব্যর দাবি কিসের সীমা নির্ধারিত করে?
ক) স্বাধীনতার খ) ভালবাসার
গ) অধিকারের ঘ) সম্প্রীতির
৩৮. জাতীয়তাবাদ হলো আধুনিক বিশ্বের ধর্মবিশ্বাস- এ মন্তব্যটি কে করেছেন?
ক) সি ডি বার্নস খ) সি লয়েড
গ) হ্যান্স কোঁ ঘ) জেঁ লাস্কি
সঠিক উত্তর :
১৮. (গ) ১৯. (গ) ২০. (খ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (ঘ)
২৬. (খ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (খ) ৩৪. (ঘ) ৩৫. (গ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (খ)
পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র
প্রকাশিত: ০৬:৫৫, ২২ জুন ২০১৬
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: