ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে বেতন-বোনাস দাবিতে গার্মেন্টস শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ০৮:৩৮, ১১ জুন ২০১৬

না’গঞ্জে বেতন-বোনাস দাবিতে গার্মেন্টস শ্রমিক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১০ জুন ॥ নারায়ণগঞ্জে আগামী ২০ রমজানের মধ্যে শ্রমিকদের জুন মাসের বেতন ও পূর্ণ বোনাস প্রদান, বাজেটে শ্রমিকদের আবাসন, রেশনিং ও চিকিৎসার জন্য থোক বরাদ্দ এবং ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকার দাবিতে মিছিল সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। শুক্রবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর ঈদ এলে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে মালিকেরা টালবাহানা শুরু করে। শ্রম বিধিমালায় বোনাসের কথা বলা হলেও কত টাকা বোনাস হবে তা বলা নেই। ফলে মালিকেরা কোথাও হাফ বোনাস অথবা বকশিশ হিসেবে কিছু টাকা দেয়। অনেকে আবার দেয়ও না। এ টাকা দেয়া হয় ঈদের একদিন আগে। ফলে এটা কার্যত শ্রমিকের কোন উপকারে আসে না।
×