ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার বদ্ধপরিকর॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫১, ৭ জুন ২০১৬

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার বদ্ধপরিকর॥ স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকার দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে যাতে নাশকতামূলক কর্মকা- না ঘটাতে পারে সেজন্য দেশের সকল থানা এলাকায় নিয়মিত তল্লাশি এবং সন্দেহভাজন লোকদের গতিবিধির প্রতি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে সরকার আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সরকার পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধিসহ পরিবহন ও অন্যান্য লজিস্টিকস বৃদ্ধি করেছে। অপরাধীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য নিয়মিতভাবে পুলিশী অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে বাংলাদেশী হত্যাকা- হ্রাস পেয়েছে ॥ সরকারী দলের সংসদ সদস্য আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বাংলাদেশী হত্যাকা- বন্ধের ব্যাপারে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে প্রতিটি ডিজি লেভেল কনফারেন্সে আলোচনা হয়ে থাকে। ভারতীয় সরকার সীমান্তে হত্যাকা- বন্ধ করতে যাবতীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে। ইতোমধ্যে বিএসএফ প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহারের পরিবর্তে নন-লেথাল উইপন (অস্ত্র) ব্যবহার শুরু করেছে।
×