ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুস্থ রোগীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৮:৩৭, ৬ জুন ২০১৬

দুস্থ রোগীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ দুরারোগ্য ব্যাধিকে পরাজিত করতে দুস্থ রোগীদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। কিন্তু বোনম্যারো প্রতিস্থাপনসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা খুব ব্যয়বহুল। আর্থিক সঙ্কটে পড়ে জটিল রোগে আক্রান্ত অনেক দরিদ্র রোগী পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে পারে না। বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে সরকার। কিন্তু সীমিত সম্পদ দিয়ে বিপুল জনগোষ্ঠীকে জটিল রোগের উচ্চ চিকিৎসাব্যয় বহন করা সরকারের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। রবিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ক্যান্সার নিরাময়ে বাংলাদেশে অস্থিমজ্জা (বোন ম্যারো) প্রতিস্থাপনের সাফল্য বিষয়ে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, স্বাচিপের সভাপতি ও বিএমএ মহাসচিব অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) অধ্যাপক ডাঃ বিমলেন্দু দে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক এমএ খান প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রীর আশ্বাস ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অনুরোধের প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাতা বৃদ্ধিসহ অর্থ বরাদ্দের আশ্বাস প্রদান করেছেন। রবিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সিলেট বিভাগের স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে অর্থমন্ত্রী এই আশ্বাস প্রদান করেন।
×