ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:০২, ১ জুন ২০১৬

খুলনায় হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার কয়রা উপজেলার একটি মৎস্য ঘেরের কর্মচারী আবু বক্কর সিদ্দিক ওরফে খোকন মোড়লকে হত্যার অভিযোগে ৯ জন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত। মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, কামরুল গাজী ও জুলফিকার ওরফে ফাকু, হুমায়ূন সানা, ছাকিম মোড়ল, বায়েজিদ সানা, আলমগীর সানা, রুস্তম সানা, হবি সানা ও মফিজুল ওরফে মফি সানা। উল্লেখ্য, কয়রা উপজেলার শেওড়া ও শ্রীফলতলা মৌজায় মজিদ সানার মৎস্য ঘেরের কর্মচারী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার একসরা গ্রামের আবু বকর সিদ্দিক ওরফে খোকন মোড়লকে ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে দ-প্রাপ্ত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘেরে মাছ চুরি করতে এসে আসামিরা তাকে হত্যা করে। বগুড়া বগুড়া অফিস জানায়, বগুড়ায় এক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদ-াদেশ, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদ-াদেশ হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত মঙ্গলবার এই রায় দেয়। যাবজ্জীবন করাদা-াদেশ প্রাপ্তরা হলো- মোমিন ওরফে বাবু ম-ল ওরফে পিচ্চি বাবু, রাফিউল ইসলাম রাফি ও মোঃ শাহিন। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা মঙ্গলবার দ-াদেশ প্রদান করেন। জানা গেছে, ২০১১ সালের ১ জুলাই মা রহিমা বেগমকে পঞ্চগড় থেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তার ছেলে শহিদুল ইসলাম। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদ- দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্ত আসামির নাম মাসুদুর রহমান (৩০)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর এলাকার মকবুল হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১০ জানুয়ারি ঠাকুরগাঁও সদর থানার খোচাবাড়ী এলাকায় আলুর ক্ষেতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করা অবস্থায় অজ্ঞাত (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।
×