ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন ও সূচকের পালে হাওয়া

প্রকাশিত: ০৩:৫৯, ৩০ মে ২০১৬

পুঁজিবাজারে লেনদেন ও  সূচকের পালে হাওয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনের পালে হওয়া লেগেছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনও ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৭৮ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৯৫ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৩৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, কেয়া কসমেটিকস, আমান ফিড ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : জিপিএইচ ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেফোডিল কম্পিউটার, ইউনাইটেড এয়ার, সেন্ট্রাল ফার্মা, বেঙ্গল উইন্ডসর, জাহিন টেক্সটাইল, গ্লোবাল হেভি কেমিক্যাল, সালভো কেমিক্যাল ও শাহজিবাজার পাওয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বিডি অটোকারস, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, প্রগতি লাইফ, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফ্যামিলি টেক্স, প্রাইম লাইফ, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন কেবলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও সোনারগাঁও টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, জিপিএইচ ইস্পাত, ফ্যামিলি টেক্স, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো, এ্যাপোলো ইস্পাত, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও ইউনাইটেড পাওয়ার।
×