ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে: মাহবুব

প্রকাশিত: ০২:১৬, ২৯ মে ২০১৬

নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে: মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এই কমিশন মেরুদন্ডহীন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মাহবুবুর রহমান বলেন, চলমান ইউপি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করেছে এ নির্বাচন গণতন্ত্র ও দেশ-জাতির জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারেনি। যে নির্বাচনে সাধারণ মানুষের রক্ত প্রবাহিত হয় সে নির্বাচন কি প্রয়োজন? তিনি বলেন, আমাদের জাতীয় চেতনা ও অস্তিত্বের কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে কবি কাজী নজরুল আমাদের চেতনার বাতিঘর। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকমল বড়–য়া, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাজাহান মিয়া সম্রাট, সাংবিধানিক অধিকার ফোরামের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ, সাংস্কৃতিক দলের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান নিজামীপ্রমুখ।
×