ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে ইউপি নির্বাচন নিয়ে নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৮:২০, ২৮ মে ২০১৬

না’গঞ্জে ইউপি নির্বাচন নিয়ে নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৭ মে ॥ বন্দরের কলাগাছিয়া ইউপি নির্বাচনে প্রচারের সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম (নৌকা) সমর্থকদের সঙ্গে জাপা প্রার্থী দেলোয়ার হোসেন প্রধানের (লাঙ্গল) সমর্থকদের ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় আলী সারদী এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নৌকা সমর্থকরা পথসভা করতে আলী সারদী এলাকায় যায়। লাঙ্গল সমর্থকরাও একই স্থানে পথসভা করতে এলে উভয় প্রার্থীর সমর্থকরা ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতরা হলো নৌকা প্রতীকের আরমান (৩০), দেলোয়ার (৩২), গিয়াস উদ্দিন বাবু (৬৪), তাসলিমা (৪৫), নাদিম (১৬) ও লাঙ্গল প্রতীকের দবির চৌধুরী (৪৫), এনামুল (৩২), শাহাদত (২৮), টিপু (৫০), কবির (৩২), তৌফিক (২২), খাইরুল (৩৫) ও রাহাত (২০)। আহতদের মধ্যে দবিরের অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার জানায়। আহতরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে।
×