ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে কারখানা ও মার্কেটে পৃথক অগ্নিকান্ড

প্রকাশিত: ২২:৪১, ২৬ মে ২০১৬

গাজীপুরে কারখানা ও মার্কেটে পৃথক অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ গাজীপুরের এক স্পিনিং কারখানা ও এক মার্কেটে পৃথক দু’টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত মধ্য রাতে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকার মালেক স্পিনিং কারখানার ব্লুরুমে একটি টিউব লাইটের বিস্ফোরণ হয়। এতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে পৌছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কারখানার তুলা ও মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে একই রাতে গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজারের মুন্সিপাড়া রোডে বিসমিল্লাহ টাওয়ারের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মালামালসহ ওই মার্কেটের কয়েকটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
×