ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রথম প্রান্তিকে সিঙ্গারের প্রবৃদ্ধি বেড়েছে

প্রকাশিত: ০৬:৫৬, ৫ মে ২০১৬

প্রথম প্রান্তিকে সিঙ্গারের প্রবৃদ্ধি বেড়েছে

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আজ ২০১৬ সালের প্রথম প্রান্তিকের ফলাফল ঘোষণা করেছে। প্রথম প্রান্তিকে বিক্রয় ২৭.৭% বৃদ্ধি পেয়ে ১৪০ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ অর্জন সম্ভব হয়েছে স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ, নতুন বিপণন উদ্যোগ এবং অনেক নতুন পণ্যের সমারোহের মাধ্যমে। প্রথম প্রান্তিকের গ্রস মার্জিন বিগত বছরের তুলনায় ২৫.৬% থেকে ৩০.৪% বৃদ্ধি পেয়েছে। আকর্ষণীয় বিক্রয় মূল্য এবং গ্রাহকদের জন্য নানান অফার দেয়া সত্ত্বেও সময় উপযোগী এবং দক্ষভাবে পণ্য ক্রয়ের সুযোগ কাজে লাগানোর মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। -বিজ্ঞপ্তি বিদ্যুত সাশ্রয়ী কেবলস তৈরির ঘোষণা সুপারসাইনের প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুত সাশ্রয়ী কেবল তৈরির ঘোষণা দিয়েছেন সুপারসাইন কেবলসের ম্যানেজিং ডিরেক্টর বিপ্লব চাঁন দুগার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি গণপূর্ত অধিদফতরের বার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। শীঘ্রই বাংলাদেশের বাজারে থ্রি লেয়ারের বিদ্যুত সাশ্রয়ী এই কেবলস পাওয়া যাবে বলেও তিনি জানান। সুপারসাইন কেবলস-এর আয়োজনে সারা দেশের পিডব্লিউডির প্রকৌশলীদের উপস্থিতিতে উৎসবমুখর এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদউল্লা খন্দকার বক্তব্য রাখেন। গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। Ñবিজ্ঞপ্তি কর্ণফুলী গ্যাস কোম্পানির ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত নগরীর বিভিন্ন এলাকায় কেজিডিসিএল এর ভিজিল্যান্স টিম কর্তৃক আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনাকালে কেজিডিসিএল এর ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌঃ হাসান সোহারবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি এইচএসবিসির মুনাফা কমেছে ১৪ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের প্রথম প্রান্তিকে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের (এইচএসবিসি) মুনাফা কমেছে ১৪ শতাংশ। বছরের শুরু থেকেই আর্থিক বাজারে ‘অতিরিক্ত মাত্রায় অস্থিরতা’ বিরাজ করায় এ মুনাফা কমেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্চে শেষ হওয়া প্রান্তিকে আন্তর্জাতিক ব্যাংকিং গ্রুপ এইচএসবিসির মুনাফা হয়েছে ৬.১ বিলিয়ন মার্কিন ডলার। ঋণে স্বল্প সুদহারের বিকল্প নেই ॥ ইসিবি প্রেসিডেন্ট ইউরোজোনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঋণে স্বল্প সুদহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি। জার্মানিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্বল্প সুদহার শক্তিশালী থেকে শুরু করে দুর্বল অর্থনীতির দেশগুলোর ব্যাংকসহ সব ধরনের আর্থিক, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ইনস্যুরেন্স কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করে। সেই সাথে স্বল্প সুদের কারণে বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়ে। এরপরও ইউরোজোনের দেশগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে আপাতত সুদের হার বাড়ানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দ্রাঘি। তবে মূল্যস্ফীতি বাড়াতে মুদ্রানীতিতে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি। -অর্থনৈতিক রিপোর্টার বরিশালে বকেয়া রাজস্ব আদায় বকেয়া রাজস্ব পরিশোধের জন্য অসংখ্যবার ইটভাঁটির মালিকদের তাগিদ দেয়া সত্ত্বে¡ও তা পরিশোধ না করায় যৌথ অভিযানের প্রথম দিনে বুধবার সকালে ১২ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে। বরিশাল কোস্টগার্ড এবং কাস্টমস কর্মকর্তারা বরিশাল ও মেহেন্দীগঞ্জের বিভিন্ন ইটভাঁটিতে অভিযান চালিয়ে এ টাকা আদায় করেন। বকেয়া শতভাগ রাজস্ব আদায়ের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, অভিযানের নেতৃত্ব দেয়া কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ রবিউজ্জামান এবং বরিশাল কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ এমাদুল হক। Ñস্টাফ রিপোর্টার, বরিশাল
×