ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ জামালকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে আবাহনী

প্রকাশিত: ০৭:০৬, ৪ মে ২০১৬

শেখ জামালকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ তবে কি আবাহনী বড় দলের বিপক্ষেই ভাল খেলে? যে দল সেমিতে নাম লিখিয়েছে বহু সংগ্রাম করে, গ্রুপ পর্বে জয়ের চেয়ে ড্রয়ের সংখ্যাই বেশি, ড্র করে নিজেদের চেয়ে দুর্বল দলের সঙ্গে ... সেই দল সেমিতে কিনা বিশাল ব্যবধানে হারিয়ে দিল টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দলটাকে? এ যে অবিশ^াস্য। হ্যাঁ, এমন অবিশ^াস্য স্কোরলাইনই মঙ্গলবার দেখছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা উপভোগ করতে আসা দর্শকরা। ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর প্রথম সেমিতে ঢাকা আবাহনীর কাছে ৬-০ গোলে শোচনীয় ও অসহায় আত্মসমপর্ণ করেছে শেখ জামাল ধানম-ি ক্লাব। খেলার প্রথমার্ধের স্কোর ছিল গোলশূন্য। এই জয়ে ফাইনালে নাম লেখালো আবাহনী। দলের হয়ে হ্যাটট্রিসহ সর্বোচ্চ চার গোল করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা! টুর্নামেন্টে তার মোট গোল ৬টি, যা এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বাধিক। ক’দিন আগেই এই ভেন্যুতেই এএফসি কাপের হোম ম্যাচে সিঙ্গাপুরের টেম্পাইন রোভার্সকে দারুণ খেলে হারিয়েছিল শেখ জামাল। মঙ্গলবার সেই জামালের এমন খেলে জঘন্য হারের দৃশ্য বিস্ময়ের উদ্রেক করেছে। অথচ প্রথমার্ধেও তারা এতটা বাজে খেলেনি। অথচ দ্বিতীয়ার্ধেই পাল্টে যায় দৃশ্যপট। আবাহনীর একের পর এক আক্রমণে ভেঙ্গে পড়ে জামালের রক্ষণ শিবির। একটার পর একটা গোল হজম করতেই থাকে তারা। সবার মনেই একই প্রশ্ন, ‘এ কোন জামাল?’ এর আগে জামাল পাঁচ গোলের বেশি ব্যবধানে হেরেছিল ২০১০ ফেডারেশন কাপে, ৫-৩ গোলে। মজার ব্যাপারÑ প্রতিপক্ষ ছিল এই আবাহনীই! জামাল এর আগে কখনই এত বেশি গোল খায়নি কোন ম্যাচে। নিজেদের ইতিহাসের নিকৃষ্ট হারই হারলো তারা। ৪৮ মিনিটে আবাহনীর বক্সে কামারা সার্বাকে ফেলে দেন জামালের ডিফেন্ডার কেস্ট। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লি টাকের শট জড়ায় জালে (১-০)। ৫০ মিনিটে সানডের ক্রসে শট নেন টাক। বল ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি শটে গোলরক্ষককে পরাস্ত করেন টাক (২-০)। ৬০ মিনিটে টাকের ক্রসে দর্শনীয় প্লেসিংয়ে লক্ষ্যভেদ করেন সানডে (৩-০)। ৬৪ মিনিটে চমৎকার শটে গোল করেন সানডে (৪-০)। ৮১ মিনিটে জুয়েল রানার ক্রসে হেডে গোল করেন সানডে (৫-০)। পূর্ণ করেন হ্যাটট্রিক। ৮৩ মিনিটেই বক্সের কোণা থেকে চমৎকার দূরপাল্লার বাঁকানো শটে গোল করে জামালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন সানডে (৬-০)। আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল।
×