ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে অনলাইন বিজ্ঞাপন আয় ২০ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৯, ২৯ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্রে অনলাইন  বিজ্ঞাপন আয় ২০ শতাংশ বেড়েছে

যুক্তরাষ্ট্রের অনলাইন বিজ্ঞাপনী সংস্থাগুলো গত বছর ৫৯ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় করেছে, যা তার আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি। এ খাতে আয় বৃদ্ধির হার আগের যে কোন সময়ের চেয়ে বেশি বলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিরীক্ষা প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারসের (পিডব্লিউসি) এক প্রতিবেদনে বলা হয়েছে। ইন্টারএ্যাকটিভ এ্যাডভার্টাইজিং ব্যুরোর (আইএবি) জন্য পিডব্লিউসির যুক্তরাষ্ট্র শাখা এ প্রতিবেদন তৈরি করেছে। ২০১৪ সালে এ খাতে আয় হয়েছিল ৪৯ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা তার আগের বছরের চেয়ে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার বেশি। যুক্তরাষ্ট্রে ডিজিটাল বিজ্ঞাপনের আয়ে এই প্রবৃদ্ধিকে ‘ভাল’ বলছেন আইএবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেরিল ম্যানে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মন্দার সময় কিছুটা ‘শ্লথ’ থাকলেও ২০০৯ সালের পর থেকে এই খাত ‘অভাবনীয়’ সাফল্য দেখিয়ে যাচ্ছে। টানা ষষ্ঠ বছরের মতো এ খাতে প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে রয়েছে বলে জানান তিনি। পিডব্লিউসির প্রতিবেদনে ২০১৫ সালে আয় বৃদ্ধির ‘উল্লম্ফনের’ পেছনে মোবাইলের মতো নতুন ডিভাইসগুলোর বড় ভূমিকার কথা বলা হয়েছে। এখানে আয় আগের বছর থেকে ৬৬ শতাংশ বেড়ে ২০ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ডিজিটাল বিজ্ঞাপন খাতে আয়ের প্রায় ৩৫ শতাংশ। শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চীন চীন হাইপারসোনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। গত সপ্তাহে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নতুন করে দেশটি পরমাণু বোমা বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। কয়েকদিন আগে রাশিয়া শব্দের চেয়ে দ্রুতগতির গ্লাইডারের পরীক্ষা চালিয়েছে। আবহাওয়াম-লের প্রান্তসীমা দিয়ে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে এটি ছুটে যেতে পারে। ডিএফ-জেডএফ সম্পর্কে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য নিয়ে আতঙ্কে ভুগছে আমেরিকা। ঘণ্টায় ১১ হাজার কিলোমিটার বেগে ছুটে গিয়ে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে। ফলে অত্যাধুনিক এবং জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দেয়ার ক্ষমতা রাখে এটি। খবর ইয়াহু নিউজের।
×