
অনলাইন ডেস্ক॥ ভারতের কর্নাটক রাজ্যে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নয় নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ মঙ্গলবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সোমবার রাতে কর্নাটক রাজ্যের কোপ্পাল এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকাশাকে (স্থানীয় নাম-টম টম) ধাক্কা দেয় বিপরীতমুখী একটি লরি। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান ১১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে লরিটির চালক।