ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে হেলেপড়া ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৪:৩০, ২৬ এপ্রিল ২০১৬

কেরানীগঞ্জে হেলেপড়া ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৫ এপ্রিল ॥ কেরানীগঞ্জের শুভাঢ্যা কালীবাড়ি খালপাড় এলাকায় একটি ৩য় তলা ভবন পাশের একটি ভবনের ওপর হেলে পড়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে হেলেপড়া ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বাড়ির মালিককে নির্দেশ দিয়েছেন উপজেলা উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৩ এপ্রিল রাতে ভূমিকম্পের সময় খালপাড় এলাকার বাসিন্দা লুৎফর রহমান লুইথার মালিকানাধীন ৩য় তলা ভবনটি পার্শ্ববর্তী বিমল বাবুর ৩য় তলা ভবনের ওপর হেলে পড়ে। এ সময় ভয় আর আতঙ্কে ভবনের বাসিন্দারা বেরিয়ে আসে। পরে কয়েক ভাড়াটিয়া ভবনটি ছেড়ে চলে যান। হেলেপড়া ভবনের মালিক লুৎফর রহমান জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তখন তার স্ত্রী ভবনটি নির্মাণ করেন। ভবন নির্মাণের সময় কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমোদন নেয়া হয়নি বলে তিনি স্বীকার করেন। অপর ভবনের মালিক বিমল বাবুর দাবি, হেলেপড়া ভবনের কারণে তার ভবনটি ঝুঁকিতে রয়েছে। হেলে পড়া ভবনের চাপে দুই ভবনের মাঝে থাকা পানির পাইপসহ অন্যান্য সরজ্ঞাম নষ্ট হয়ে গেছে। ভবনটি দ্রুত অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেশ কোর্ট রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে এক মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৯ মে ধার্য করেছেন আদালত। প্রতিবেদন দাখিল করার নির্ধারিত দিন সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই নতুন এই তারিখ দেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে আপত্তিকর বক্তব্য ও বুদ্ধিজীবীদের জ্ঞানহীন বলে মন্তব্য করায় গত ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
×