ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ২০ আটক ৬

প্রকাশিত: ০৪:০৭, ২৬ এপ্রিল ২০১৬

শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ২০ আটক ৬

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৫ এপ্রিল ॥ আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওয়াপড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ ২১ রাউন্ড শটগানের গুলিবর্ষণ ও ৬ রাউন্ড কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করেছে। জানা গেছে, নওয়াপাড়া গ্রামের ইউপি মেম্বর ওসমান গনি রতন ও মোক্তার হোসেনের দু’টি দল রয়েছে। আগামী ইউপি শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা দু’জন এবার মনোহরপুর ইউনিয়নের মেম্বর প্রার্থী। সার ও বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৫ এপ্রিল ॥ পাকুন্দিয়া উপজেলায় আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের উৎসাহিত করতে ভর্তুকি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে সরকারপ্রদত্ত ভর্তুকি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম। কৃষি অফিসার মুহাম্মদ লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেনÑ পরিতোষ চন্দ্র দাস, ইউএনও মোহাম্মদ কবির উদ্দীন প্রমুখ। সড়ক নিরাপত্তায় র‌্যালি নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ এপ্রিল ॥ সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে র‌্যালি বের করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ বক্তব্য রাখেন। প্রতিবাদ গত ২৩ এপ্রিল দৈনিক জনকণ্ঠে ‘কচুয়ায় প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। তারা প্রতিবাদপত্রে জানান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের চিঠি মোতাবেক প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃতরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। তারা বলেন, খবরটি ভিত্তিহীন ও বানোয়াট।
×