ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে কুম্ভমেলায় পুলিশের সঙ্গে সাধুদের সংঘর্ষ

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ এপ্রিল ২০১৬

ভারতে কুম্ভমেলায় পুলিশের সঙ্গে সাধুদের সংঘর্ষ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নী শহরে সিংহাস্থ কুম্ভমেলায় রবিবার পুলিশের সঙ্গে একদল সাধুর সংঘর্ষ বাধে। এক ভিডিও চিত্রে দেখা যায়, জুনা আখড়া সম্প্রদায়ভুক্ত একদল সাধু পুলিশের ওপর এবং এমনকি পুণ্যার্থীদের ওপর হামলা চালাচ্ছে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়, সাধুরা তাদের ক্যাম্পে চুরির জন্য পুলিশের কাছে অভিযোগ করে। তারা কথিত চোরদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। কিন্তু কোন রকম তদন্ত ছাড়াই পুলিশ তাদের ছেড়ে দেয়। এছাড়া কিছু সাধু উজ্জয়নী শহরের মেলায় সহিংসতা ও চুরির ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার মিছিল বের করে এবং সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেয়। এক পুলিশ কর্মকর্তা জানান, মন্দিরের কাছে একজন সাধুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথিবী রক্ষায় এ্যাপল পৃথিবী থেকে প্রতি মিনিটে ৪৮টি ফুটবল মাঠের সমান বনভূমি হারিয়ে যাচ্ছে। পরিবেশের উন্নয়নে তাই ‘এ্যাপস ফর আর্থ’ নামের নতুন একটি প্রচারণা শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট এ্যাপল। নির্দিষ্ট ২৭টি এ্যাপের যে কোন এ্যাপ বিক্রির পুরো অর্থই দেয়া হবে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডে (ডব্লিউডব্লিউএফ)। লক্ষ্য বন, সাগর ও পরিবেশের অন্যান্য উপাদান সংরক্ষণ। - দ্য ইন্ডিপেন্ডেন্ট ঘুম ভাঙাতে প্রযুক্তি মানুষ গৃহপালিত মোরগের জায়গায় এ্যালার্ম ঘড়ির ব্যবহার ১৮৭৬ সালের পর থেকে শুরু করলেও, এরপরে ঘুম থেকে জাগানোর জন্য আর কোন নতুন পদ্ধতির উদ্ভাবন হয়নি। ‘মোরগ’ যুগ থেকে এ্যালার্ম ঘড়ির যুগে পা রাখা একটি বড় উন্নতি হলেও দুটোই বিরক্তিকর। এখন কিছু গ্যাজেট সেন্সর ও লাইটনিংয়ের মতো প্রযুক্তি দিয়ে এই রীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছে। যাতে গ্যাজেটগুলো ব্যবহারকারীর দিনটিকে স্বাচ্ছন্দ্যময় করে তোলে। -সিএনএন।
×