ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার বার্সার হাফডজনে সুয়ারেজের এক হালি

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ এপ্রিল ২০১৬

এবার বার্সার হাফডজনে সুয়ারেজের এক  হালি

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য কীর্তিই বটে। যেন গোলের নেশায় মত্ত বার্সিলোনা আর লুইস সুয়ারেজ। টানা চার ম্যাচ জয়বঞ্চিত থাকার পর ২০ এপ্রিল ডিপোর্টিভো লা করুনাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে স্বরূপে ফেরে বার্সা। ওই ম্যাচে নিজে চার গোল করাসহ আরও তিনটিতে সহায়তা করেছিলেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। দুইদিন বাদে শনিবার রাতে আবারও প্রতিপক্ষের জালে গোলোৎসব করেছে কাতালানরা। এবার ন্যুক্যাম্পে স্পোর্টিং ডি গিজনকে হাফডজন অর্থাৎ ৬-০ গোলে হারিয়েছে বার্সিলোনা। আগের ম্যাচের মতো এ ম্যাচেও হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা সুয়ারেজ। টানা দুই ম্যাচে চার গোল করার এই কীর্তি লা লিগার ইতিহাসে আর কোন ফুটবলারের নেই। বার্সার দুর্দান্ত জয়ের রাতে হোঁচট খেতে খেতে কোনরকমে জয় পেয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ। দুই গোলে পিছিয়ে পড়েও গ্যারেথ বেলের জোড়া গোলে জিনেদিন জিদানের দল ৩-২ গোলে হারায় রায়ো ভায়োকানোকে। আরেক ম্যাচে এ্যাটলেটিকো ১-০ গোলে পরাজিত করে মালাগাকে। তিন পরাশক্তিরই জয়ের কারণে পয়েন্ট তালিকায়ও কোন পরিবর্তন হয়নি। ৩৫টি করে ম্যাচ শেষে সমান ৮২ পয়েন্ট বার্সা ও এ্যাটলেটিকোর। গোলগড়ে এগিয়ে থেকে অবশ্য শীর্ষে লুইস এনরিকের দল। ৮১ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। ন্যুক্যাম্পে ম্যাচের শুরু থেকেই অতিথি গিজনের ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিক বার্সা। তৃতীয় মিনিটেই সুযোগ পান লিওনেল মেসি। কিন্তু তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ১১ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগতে পারেনি গিজন। এ্যালেক্স মেনেন্ডেসের শট সরাসরি যায় বার্সা গোলরক্ষক ব্রাভোর হাতে। পরের মিনিটেই এগিয়ে যায় বার্সিলোনা। গোল করেন মেসি। ম্যাচে মেসি-সুয়ারেজ দুর্দান্ত খেললেও অনেকটাই নিষ্প্রভ ছিলেন নেইমার। গত ছয় ম্যাচে মাত্র একটি গোল পাওয়া ব্রাজিল অধিনায়কের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা গেছে বলে মন্তব্য করেছেন ভাষ্যকাররা! গোলবন্যার ম্যাচে বার্সা প্রথমার্ধে আর কোন গোল পায়নি। বিরতির পর ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক তুলে নেন সুয়ারেজ। সবমিলিয়ে ২৪ মিনিটের মধ্যে আরও পাঁচ গোল করে বার্সা। এর মধ্যে চারটিই করেন উরুগুইয়ান তারকা। ৬৪ মিনিটে নিজের গোলের খাতা খোলেন সুয়ারেজ। এরপর ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। তিন মিনিট পর আবার পেনাল্টি, আবারও গোল করে হ্যাটট্রিক সুয়ারেজের। নেইমারকে ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় বার্সা। চলমান মৌসুমে সুয়ারেজের এটি চতুর্থ হ্যাটট্রিক। ৮৬ মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সা। এবার গোল করেন নেইমার। দুই মিনিট পর গিজনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সুয়ারেজ। তুলনামূলক দুর্বল রায়ো ভায়েকানোর মাঠে হারতেই বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে দুই গোলে পিছিয়ে পড়ার পরও গ্যারেথ বেলের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের দল। গত ডিসেম্বরে এই ভায়েকানোকেই ১০-২ গোলে হারিয়েছিল রিয়াল। কিন্তু চোটে পড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া ফিরতি পর্বের এ ম্যাচে খেলতে নেমে কঠিন পরীক্ষাই দিতে হয় শিরোপা লড়াইয়ে থাকা দলটিকে। ম্যাচের তৃতীয় মিনিটে করিম বেনজামার পাসে গ্যারেথ বেলের শট পোস্টে লাগলে হতাশ হতে হয় রিয়াল সমর্থকদের। এরপর সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল খেয়ে দিশেহারা হয়ে পড়ে গ্যালাক্টিকোরা। সপ্তম মিনিটে বাঁ প্রান্ত থেকে পর্তুগীজ ফরোয়ার্ড বেবের বাড়ানো বল পেয়ে ভায়েকানোর হয়ে গোল করেন মিডফিল্ডার আদ্রিয়ান এমবার্বা। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরেকটি গোল। ১৪ মিনিটে রাফায়েল ভারানে কর্নার হেডে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে গোলমুখে ফাঁকায় বল পেয়ে যান ভেনেজুয়েলার ফরোয়ার্ড মিকু। আলতো টোকায় বল জালে জড়ান তিনি। ২-০ ব্যবধানে পিছিয়ে খেই হারিয়ে বসা রিয়ালের রক্ষণে আরও চাপ বাড়ায় উজ্জীবিত ভায়েকানো। ৩৫ মিনিটে বেলের গোলে ম্যাচে ফেরে রিয়াল। বিরতির পর কিচুক্ষণ আগে বড় ধাক্কা খায় রিয়াল। চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসী স্ট্রাইকার বেনজামা। বিরতির পর ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল ৫১ মিনিটে লুকাস ভারকুয়েজের গোলে সমতা ফেরায়। ৮১ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে দেন বেল। এই গোলেই গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
×