ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিবরিয়া হত্যাকাণ্ড

আরিফুল হকের ফের ১৫ দিনের জামিন মঞ্জুর

প্রকাশিত: ০৪:৩২, ২৪ এপ্রিল ২০১৬

আরিফুল হকের ফের ১৫ দিনের জামিন মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৩ এপ্রিল ॥ আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকা-ের বিস্ফোরক মামলায় ফের জামিন পেলেন সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার সকালে এই আসামির পক্ষে তার আইনজীবী জামিন চাইলে দীর্ঘ শুনানি শেষে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবউল্লাহ ১৫ দিনের জন্য এই জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে ঘাতকের ছোড়া বিস্ফোরিত গ্রেনেড আঘাতপ্রাপ্ত হয়ে সাবেক অর্থমন্ত্রী ও তৎকালীন এমপি শাহ এএমএস কিবরিয়া ও তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা মঞ্জুসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী নিহত হন। ৯ ঘণ্টা তালাবদ্ধ থেকে পরীক্ষা দিলেন ২০ পরীক্ষার্থী নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৩ এপ্রিল ॥ মির্জাপুরে স্নাতক দ্বিতীয় বর্ষের ২০ শিক্ষার্থীকে প্রায় নয় ঘণ্টা একটি কক্ষে তালাবদ্ধ রেখে সন্ধ্যায় পরীক্ষা নেয়া হয়েছে। শনিবার মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষা কেন্দ্রে খ্রীস্টান সম্প্রদায়ের সেভেন্থ ডে এ্যাডভেন্টিস্ট অনুসারী ওই শিক্ষার্থীদের সকাল পৌনে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত একটি কক্ষে তালাবদ্ধ রাখা হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, শনিবার ছিল স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলাদেশের ইতিহাস পরীক্ষা। ওই পরীক্ষায় খ্রীস্টান সম্প্রদায়ের ২০ শিক্ষার্থী অংশ নেন। ওই সম্প্রদায়ের লোকজন সপ্তাহের শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের সকল কর্ম বন্ধ রেখে শুধুু সৃষ্টিকর্তার প্রার্থনা করে থাকে। পরীক্ষা নিজের কাজ বলে ওই শিক্ষার্থীরা দিনে কক্ষে তালাবদ্ধ থেকে সন্ধ্যায় পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অংশ নেয়া নাহান বারিক্তার, সেনজেয় মারমা ও বিকাশ রায় বলেন, সপ্তাহের শনিবার দিনের বেলা ইশ্বরের প্রার্থনা করি। এ কারণে দিনের বেলা পরীক্ষায় অংশগ্রহণ করিনি। অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ জানান, ওই শিক্ষার্থীরা তাদের ধর্মীয় রীতিমতে দিনের বেলায় নিজের কাজ করেন না। লোডশেডিংয়ের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ এপ্রিল ॥ পাকুন্দিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে আলোকিত ছাত্রকল্যাণ সংগঠন (স্কুল) ও আর্টস এ্যাক্টিভিটিস সংগঠনের (কলেজ) যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ এপ্রিল ॥ ময়মনসিংহে বারহাট্টা সমিতির উদ্যোগে শনিবার বারহাট্টা উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। কবি নির্মলেন্দু গুণ প্রতিষ্ঠিত কাশবনের বীরচরণ মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যাপক চন্দ্র শেখর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান।
×