ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা মেডিক্যালে নবজাতক কন্যাকে রেখে পালিয়েছে মা

প্রকাশিত: ০১:২৫, ২২ এপ্রিল ২০১৬

ঢাকা মেডিক্যালে নবজাতক কন্যাকে রেখে পালিয়েছে মা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৫ নম্বর ওয়ার্ডে ৭ দিনের নবজাতক মেয়েকে রেখে পালিয়ে গেছে মা। তিন-চার দিন যাবত ওই ফুটফুটে নবজাতক মেয়ের দেখাশুনা করার মতো কাউকে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ২০৫ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ফাতেমা সাঈদ জানান, গত ১৫ এপ্রিল সিজারের মাধ্যমে নবজাতকটির জন্ম হয়। বর্তমানে তার ওজন ৩ কেজি। পেটের এক পাশে অপারেশন রয়েছে। তিনি জানান, অভিভাবকের অভাবে অপারেশন করা স্থান ঠিক মতো পরিষ্কার করা হচ্ছে না। তাই ইনফেকশনের ঝুঁকি বাড়ছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ এপ্রিল সিজারের মাধ্যমে জন্ম হয় মেয়ে শিশুটির। জন্মের পর কয়েকদিন শিশুটির মা তার সঙ্গে ছিলেন। মঙ্গলবার থেকে নবজাতকটিকে দেখার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে পাশের সিটে থাকা আরেক নবজাতকের মা হেনা জানান, জম্মের পর ওই নবজাতকের মা ছেলে সন্তানের জন্য আক্ষেপ করে বলতে শুনেছেন, এইবারও মেয়ে ! স্বামী আমারে তালাক দিবো। তিনি জানান, সম্ভবত মেয়ে সন্তানের কারণেই নবজাতকটিকে রেখে তার মা পালিয়ে গেছে বলে মনে করেন। এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পারিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। নবজাতকটিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া নবজাতকের যত্নের ব্যাপারে কোন অবহেলা করা হবে না।
×