ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাত রঙা পাখি

প্রকাশিত: ০৫:৫১, ২৯ মার্চ ২০১৬

সাত রঙা পাখি

একটা পাখির কয়টা রং হতে পারে? এ প্রশ্নের উত্তর খুব সহজ। এক বা দুটা রং। তবে এবার যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্য পাক্কা সাত রঙা পাখির সন্ধান মিলেছে। স্থানীয়রা এটিকে উড়ন্ত রংধনু বলে ডাকছে। গত শুক্রবার জীববিজ্ঞানী কেন্ট ম্যাকফারল্যান্ডের ক্যামেরায় পাখিটির ছবি ধরা পড়ে। তিনি গণমাধ্যমে খবরটি প্রকাশ করেন মঙ্গলবার। এটিকে বিরল প্রজাতির পাখি বলে আখ্যায়িত করছেন দেশটির পাখি বিশারদরা। কেন্ট ম্যাকফারল্যান্ড বলেন, এটি উজ্জ্বল ও ছোট্ট সুন্দর পাখি। এটির আকার স্রেফ টেনিস বলের সমান। এটিকে দেখার পর আপনি চমকে যাবেন। আমি আমার দীর্ঘ জীবনে এই ধরনের পাখি দেখিনি। তবে পাখিটা কোথা থেকে এসেছে এ বিষয়ে কিছু বলতে পারছেন না এই পক্ষীবিদ। পাখিটির খবর গণমাধ্যমে প্রকাশের পর এটিকে দেখতে দূরদূরান্ত থেকে লোক আসছে। কেউ এটির ছবি তুলতে চাইছে। ম্যাকফারল্যান্ড বলেন, এটি হয়ত অতিথি পাখি। খাবার ক্ষেতে এখানে এসেছে। তিনি বলেন, এখন এই স্ত্রী পাখিটির সঙ্গীকে খুঁজে বের করা দরকার। এটিকে পাওয়া গেলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে বিশ্বের কোন অঞ্চলে এই ধরনের পাখির অস্তিত্ব রয়েছে কিনা তা ম্যাকফারল্যান্ডের জানা নেই। -এবিসি নিউজ অবলম্বনে
×