ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের রিভিউ পিটিশন বাতিল

প্রকাশিত: ০৩:৪১, ২৫ মার্চ ২০১৬

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের রিভিউ পিটিশন বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের রিভিও পিটিশনও বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। আইডিআরএ জানায়, রি-ইন্স্যুরেন্স না করার কারণে পূর্বে বাতিল করা হয়েছিল। সেই লাইসেন্স ফিরে পেতে রিভিও পিটিশন দায়ের করে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সকল বিষয় বিবেচনা করে এই রিভিও পিটিশনটি বাতিল করে। উল্লেখ্য, গত ১৭ নবেম্বর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের লাইসেন্স বাতিল করেছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানির রি-ইন্স্যুরেন্স না করার কারণে এবং লেনদেনে স্বচ্ছতা না থাকায় তাদের লাইসেন্স বাতিল করেছিল। -অর্থনৈতিক রিপোর্টার দিনভর বিক্রেতাশূন্য ম্যাকসন্স স্পিনিং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও গেছে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসইর তথ্য অনুযায়ী, দিনশেষেও কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ১৩ লাখ ১ হাজার ৭৮০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোন শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। বিক্রেতাশূন্যের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৭ টাকা ১ পয়সা দরে। বুধবারে এই শেয়ারের সমাপনী দর ছিল ৬ টাকা ৫ পয়সা। কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×