ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইস্টার্ন ইউনিভার্সিটির এডমিশন ওপেন হাউস শুরু

প্রকাশিত: ০৪:২১, ২১ মার্চ ২০১৬

ইস্টার্ন ইউনিভার্সিটির  এডমিশন ওপেন  হাউস শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটিতে রবিবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সামার সেমিস্টার এডমিশন ওপেন হাউস। সকাল ৯টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ সিদ্দিক হোসাইন, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৫০% এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। উল্লেখ্য, সামার সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ৪টি অনুষদের অধীনে ১১টি প্রোগ্রাম চলবে। মেলা চলাকালীন প্রতিদিন দুপুর ২টায় ব্যাচেলর প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগযোগ - ইস্টার্ন ইউনিভার্সিটি (বাড়ি নং # ২৬, রোড নং # ৫, ধানম-ি, ঢাকা)। ফোন- ৯৬৭১৯১২, ৯৬৭১৯২৫ হেল্প লাইন: ০১৭৪১-৩০০০০২। -বিজ্ঞপ্তি
×