ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় শিক্ষক নিয়োগ দ্বন্দ্বে গুলিবিদ্ধ ৬

প্রকাশিত: ০৪:২৬, ২০ মার্চ ২০১৬

পাকুন্দিয়ায় শিক্ষক নিয়োগ দ্বন্দ্বে গুলিবিদ্ধ ৬

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ মার্চ ॥ পাকুন্দিয়ার কোদালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দ্বন্দ্বের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। এ সময় ধাওয়া পাল্টাধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। শনিবার দুপুরে উপজেলার চ-ীপাশা ইউনিয়নের কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। একাধিক সূত্র জানায়, উপজেলার কোদালিয়া এসআই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ পাঁচটি পদে নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক ঘাগড়া গ্রামের জয়নাল আবেদীন মিলন স্কুলে যোগদান করতে গেলে কোদালিয়া গ্রামের লোকজন বাধা দেয়। একপর্যায়ে ঘাগড়া ও কোদালিয়া গ্রামের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের শটগানের গুলিতে কোলাদিয়া গ্রামের এংরাজ, মঞ্জু, রাজন, কাইয়ুম, নূরু ও রঞ্জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পাকুন্দিয়া ও হোসেনপুর থানা পুলিশ এবং কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সীতাকু-ে হামলায় আহত কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে ব্যবসায়ী অপহরণের জের ধরে সন্ত্রাসী হামলায় আহত আলা উদ্দিন (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হওয়ার সত্যতা নিশ্চিত করেছে তার বড় ভাই আলমগীর হোসেন। জানা যায়, গত ৯ মার্চ উপজেলার মান্দারীটোলা সাগর উপকূলে গড়ে ওঠা ইউরোপ্ল্যান্টের মাটি কাটা কাজে নিয়োজিত ঠিকাদার জসিম উদ্দিনকে অপহরণের জের ধরে স্থানীয় সন্ত্রাসী শাহাদাত ও মিয়া খান বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী শাহাদাত ও তার পক্ষের লোকজনের হামলায় স্থানীয় কৃষক আলা উদ্দিন মারাত্মকভাবে আহত হয়।
×