ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্রাগন সোয়েটারের শেয়ার বিও হিসাবে জমা

প্রকাশিত: ০৪:২১, ১৭ মার্চ ২০১৬

ড্রাগন সোয়েটারের শেয়ার বিও হিসাবে জমা

সম্প্রতি আইপিওতে আসা ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেডের আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমার কাজ সম্পন্ন হয়েছে। ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয় গত ১৭ জানুয়ারি। চলে ২৬ জানুয়ারি পর্যন্ত। দেশী ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এ সময় প্রযোজ্য ছিল। কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকায় মেশিন ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা মিউচুয়াল ট্রাস্টের পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমিটিবি) শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সুপারিশ করা হয়। এমটিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.৭০ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৪.১৮ টাকা ও শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১১.৫৮ টাকা। আগের বছরও ব্যাংকটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০০৩ সালে এমটিবি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×