ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জিহাদের জন্য ওসামা বিন লাদেনের উইলে ৩ কোটি ডলার

প্রকাশিত: ০৪:২৮, ৩ মার্চ ২০১৬

জিহাদের জন্য ওসামা বিন লাদেনের উইলে ৩ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিহত ওসামা বিন লাদেনের হাতে লেখা একটি উইল প্রকাশ করেছে ওয়াশিংটন, যাতে দেখা যায় মৃত্যুর সময় প্রায় দুই কোটি ৯০ লাখ ডলারের সমপরিমাণ সম্পত্তি রেখে গেছেন আল কায়েদার এই শীর্ষ নেতা। ওসামা বিন লাদেন ওই উইলে আশা করেছেন, পরিবার তার ইচ্ছার মূল্য দেবে, তার রেখে যাওয়া সম্পদ ব্যয় করবে জিহাদের জন্য। খবর বিবিসির। ২০১১ সালের ২ মে পাকিস্তানের এ্যাবোটাবাদে বিন লাদেনের আস্তানায় অভিযানের সময় অন্যান্য কাগজপত্রের সঙ্গে এই উইলটি পায় নেভি সিলের সদস্যরা। আরবীতে লেখা ওই উইলের একটি তর্জমাসহ বেশকিছু নথি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিস (ওডিএসআই) থেকে প্রকাশ করা হয় বলে সিএনএন এর খবর। উইলে ওসামা বিন লাদেন বলে গেছেন, তার সম্পদ রাখা আছে সুদানে। কিন্তু সেগুলো নগদ টাকায়, না অন্য কোন সম্পদের আকারে আছে তা স্পষ্ট নয়। ওই টাকার কোন অংশ উত্তরাধিকারীদের হাতে পৌঁছেছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। ব্রাজিলে ফেসবুক কর্মকর্তা গ্রেফতার একটি মামলার তদন্তের জন্য হোয়াটস এ্যাপ মেসেজ পাওয়ার অনুরোধে সাড়া না মেলায় ফেসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ। মঙ্গলবার সকালে সাও পাওলোতে কর্মস্থলে যাওয়ার পথে দিয়েগো দিজোদানকে গ্রেফতার করা হয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর গার্ডিয়ানের। তিনি ‘প্রিভেনটিভ এ্যারেস্টের’ আওতায় আছেন বলে সার্জিপে স্টেট পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। সেখানকার একটি আদালতের আদেশের পর তাকে ধরা হয়। তবে দিজোদানকে গ্রেফতার নয়, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে ফেসবুকের এক মুখপাত্র দাবি করেছেন। কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেয়ায় কোম্পানি ‘হতাশ’ হয়েছে বলে তিনি জানান। মশাকৃতির ড্রোন অতি ক্ষুদ্র ড্রোন তৈরির গবেষণায় ব্যাপক অর্থ বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। এই ড্রোন আকারে মশা-মাছির চেয়ে বড় না হলেও এতে থাকবে অত্যধুনিক ক্যামেরা ও মাইক্রোফোন। সন্দেহভাজন ব্যক্তির দেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা থেকে শুরু করে শক্রকে বিষ পর্যন্ত প্রয়োগ করা যাবে এই ড্রোন দিয়ে। অনায়াসে চালানো যাবে গোয়েন্দা অভিযান। -ওয়েবসাইট নেলপলিশে ওজন বাড়ে! সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, নেল পলিশের একটি উপাদান ওজন বাড়াতে পারে। এটি হলো ট্রাইফেনাইল ফসফেট (টিপিএইচপি)। চকচকে আর টেশসই করতে নেলপলিশে টিপিএইচপি মেশানো হয়। আগে নেলপলিশে ফথ্যালেটস ব্যবহার করা হতো। কিন্তু গবেষকরা জানান, গর্ভধারণে মারাত্মক প্রভাব ফেলতে পারে এ রাসয়ানিক। তাই এর পরিবর্তে টিপিএইচপি ব্যবহার করা হয়। কিন্তু টিপিএইচপি হজম ক্ষমতা এলোমেলো করে দেয়, হরমোনে সমস্যা হয়, ফলে বাড়তে থাকে ওজন। -আনন্দবাজার পত্রিকা
×