ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নড়াইলে বাল্যবিয়ে

মুচলেকা দিয়ে মুক্ত বর শিক্ষক

প্রকাশিত: ০৪:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

মুচলেকা দিয়ে মুক্ত বর শিক্ষক

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৪ ফেব্রুয়ারি ॥ লোহাগড়ায় বাল্যবিয়ের দায়ে একজন স্কুল শিক্ষক ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতার হয়ে পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা তার কার্যালয়ে এ মুচলেকা আদায় করেন। জানা গেছে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম-কলাগাছী গ্রামের খোকন পালের ছেলে ও লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত পাল (৩০) এর সঙ্গে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামের মদন পালের স্কুলপড়ুয়া মেয়ে অনন্যা পালের (১৪) সঙ্গে ১৭ ফেব্রুয়ারি গোপনে বিয়ে হয়। পরে কনের পরিবার থেকে বিষয়টি মেনে নিলেও বাল্যবিয়ের বিষয়টি এলাকাবাসী প্রশাসনের কানে তোলেন। এতে ভীত হয়ে ২৩ ফেব্রুয়ারি স্ত্রী অনন্যা পালকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন ঐ শিক্ষক। ভোমরায় অপহৃত ব্যবসায়ী শার্শায় উদ্ধার ॥ পুলিশসহ আটক চার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভোমরা স্থলবন্দর থেকে অপহৃত সিএ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুস সেলিমকে (৩৫) যশোরের শার্শা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ সদস্যসহ চার অপহরণকারীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ওই ব্যবসায়ীকে শার্শা উপজেলার কাজিরবিল থেকে উদ্ধার করা হয়। অপহরণের পর ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আটককৃতরা হলেন- পুলিশ সদস্য বেলাল হোসেন, রবিউল ইসলাম, হাফিজুর রহমান ও তুহিন হোসেন । বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতার গৌরব নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। মন্ত্রী বুধবার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান এতে সভাপতিত্ব করেন। আদিবাসী রক্ষায় র‌্যালি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ ফেব্রুয়ারি ॥ বুধবার নিয়ামতপুরে আদিবাসীদের সুরক্ষায় উপজেলা পর্যায়ে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আইনী সেবা প্রকল্প ব্রতীর উদ্যোগে বেলা ১১টায় উপজেলার মেন গেটের সামনে শত শত নারী-পুরুষ এ র‌্যালি ও মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ্যাডভোকেট আশিক ইকবালের সভাপতিত্বে ও সামসুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মনোয়ারা বেগম, মোতালিব হোসেন, আদিবাসী নেতা শিমন রবিদাস, মালতী সরেন, বিকাশ রবিদাস প্রমুখ।
×