ইসরাইলের উত্তরাঞ্চলীয় হর্ন অব হিত্তিনের কাছে নতুন শহর নির্মাণের পরিকল্পনা নিয়ে বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জায়গাটি দ্বাদশ শতকের মুসলিম শাসক সালাউদ্দিন আইয়ুবি এবং খ্রীষ্টান ক্রুসেডারদের মধ্যে যুদ্ধ এবং আরও পরে অষ্টাদশ শতকের শেষের দিকে নেপোলিয়ান এখানে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। উত্তর-পূর্বাঞ্চলীয় নাজারেথ শহরের কাছাকাছি এলাকাটি জাতিগত দ্রুজ অধ্যুষিত। তাদের আবাসনের সুবিধার্থেই শহরটি গড়ার পরিকল্পনা নেয়া হয়েছে।
সালাউদ্দিন...নেপোলিয়ান এই ধারাবাহিকতায় কি ইতিহাসে এখন নেতানিয়াহুর নামটি যুক্ত হতে চলেছে? এই প্রশ্ন এখন পর্যবেক্ষকদের মধ্যে। সালাউদ্দিন ওই যুদ্ধে জয়লাভ করেন। তিনি ইতিহাসে এখন বীর হিসেবে খ্যাত। পরবর্তী সময়ে ফরাসী বিপ্লবের নায়ক নেপোলিয়ানও সেখানে যুদ্ধ করেন। গালিলি পর্বতের পাদদেশে অবস্থিত পল্লী এলাকাটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। এখানে শহর তৈরি করলে বিশ্ব ঐতিহ্য ধ্বংস হওয়া ছাড়াও দ্রুজরা আশঙ্কা করছে ফিলিস্তিনীদের সঙ্গে তাদের সম্পর্কে অবনতি ঘটবে। কিন্তু লিকুদ পার্টির দ্রুজ সালেহ তারিফ এই পরিকল্পনাকে সমর্থন করেছেন। ইসরাইলের গৃহায়ন বিভাগ গত মাসে পরিকল্পনাটি অনুমোদন করে। -এএফপি
সালাউদ্দিন...নেপোলিয়ান... নেতানিয়াহু
প্রকাশিত: ০৫:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৬
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: