ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আশুলিয়ায় চালক-সুপারভাইজারকে কুপিয়ে লুট ও বাস ভাংচুর

প্রকাশিত: ২৩:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০১৬

আশুলিয়ায় চালক-সুপারভাইজারকে কুপিয়ে লুট ও বাস ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসের চালক ও সুপারভাইজারকে কুপিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে দুর্বত্তরা। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করে বাসটির গ্লাস ভাংচুর করা হয়। রবিবার সকালে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের চারাবাগ এ ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার সকালে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘আনন্দ সুপার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চারাবাগ এলাকায় পৌঁছলে দুর্বত্তরা রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসটি আটকায়। এরপর তারা যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে চালক ও সুপার ভাইজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ ১০ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে, শনিবার সন্ধ্যায় ‘আনন্দ সুপার’ পরিবহনের একটি বাসে চালক ও সুপার ভাইজারের সাথে ভাড়া নিয়ে চারাবাগ এলাকার কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে ওই যুবকরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
×