ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীর সাব্বির-অহনার ‘অতি কথা’

প্রকাশিত: ০৪:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

মীর সাব্বির-অহনার ‘অতি কথা’

সংস্কৃতি ডেস্ক ॥ কথায় আছে মুখে জয় মুখেই ক্ষয়। কথা দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক হয় আবার কথার কারণেই সম্পর্ক নষ্ট হয়। এর কারণ অতি কথা। আমাদের সমাজে অনেক লোক আছে যারা কাউকে খুশি করতে গিয়ে অতিরিক্ত কথা বলেন, কিংবা নিজের পা-িত্য জাহির করার জন্য অতি কথা বলতে গিয়ে বিপদের সম্মুখীন হন। আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় ‘অতি কথা’ নামের একটি নাটকে এমনই এক চরিত্রে দেখা গেল জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরকে। নাটকের আরও অভিনয় করেছেন অহনা, অলিউল হক রুমী, শফিক খান দিলু, সানজিদা তন্বি প্রমুখ। নাটকটি গতকাল বৃহস্পতিবার রাত ৯-০৫ মিনিটে আরটিভিতে প্রচার হয়। এ নাটকের মাধ্যমে নাট্যকার আকাশ রঞ্জনের পরিচালক মেধারও পরিচয় পওয়া গেছে। নাটকে অভিনেতা অভিনেত্রীরাও ভাল অভিনয় করেছেন। তবে নাট্যকার সিরিয়াস নাট্য নির্মাণে উদ্যোগী হলে তার কাছে ভাল ভাল নাটক পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘে বাংলাদেশের পুলিশ সদস্য নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী এনা, নিউইয়র্ক থেকে ॥ বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষী ইউনিট ক্যারিবীয় দেশ হাইতিতে দায়িত্ব পালনকালে তাদের সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপের ওপর নির্মিত ‘সহস্র মাইলের একটি যাত্রা : শান্তিরক্ষী’ চলচ্চিত্রটি জাতিসংঘে প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফিল্ম একাডেমি পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতা গাম্বীর ও শারমিন ওবায়েদ-চিনয়। চলচ্চিত্রে বাংলাদেশের নারী পুলিশ সদস্যদের হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ মোকাবেলার চিত্র তুলে ধরা হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তাসহ চার শতাধিক দর্শক চলচ্চিত্রটি উপভোগ করেন। এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। এর মধ্য দিয়ে শান্তি রক্ষায় লিঙ্গসমতা আনয়নে বাংলাদেশ পথ-প্রদর্শক হিসেবে কাজ করেছে। মাসুদ বিন মোমেন বলেন, চলচ্চিত্রটি বাংলাদেশে নারীর ক্ষমতায়নের একটি প্রকৃষ্ট উদাহরণ।
×