ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুরস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৮

প্রকাশিত: ০৪:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

তুরস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৮

তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬১ জন। দেশটির পার্লামেন্ট ভবন ও সেনা সদর দফতরের কাছে বুধবার রাতে ওই বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। সেনা সদস্যদের বহনকারী একটি বাস পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদাগ বলেছেন, এটি নিঃসন্দেহে একটি ‘সন্ত্রাসবাদী হামলা’। তবে কোন পক্ষ এখনও ওই ঘটনার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পুরো আঙ্কারা ওই বিস্ফোরণে প্রকম্পিত হয়। ওই বিস্ফোরণের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বৃহস্পতিবারের আজারবাইজান সফর বাতিল করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আত্মরক্ষায় অধিকার নিশ্চিত করতে তার দেশ এখন অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে এরদোগান বলেছেন, তুরস্ক তার আত্মরক্ষার অধিকার বাস্তবায়নে ইতস্তত করবে না। খবর এএফপি ও বিবিসির। সিরিয়ার অবরুদ্ধ এলাকায় ত্রাণবহর পৌঁছেছে সিরিয়ায় সরকারী বাহিনীর অবরোধে থাকা পাঁচটি এলাকায় বুধবার খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণবহর পৌঁছেছে বলে জাতিসংঘ ও ত্রাণ সংস্থা জানিয়েছে। এর আগে সিরিয়া সরকার অবরুদ্ধ সাতটি এলাকায় জাতিসংঘের মানবিক ত্রাণবহরকে ঢোকার অনুমতি দেয়। জাতিসংঘ বলেছে, সিরিয়ায় ১৫টি অবরোধপূর্ণ এলাকায় চার লাখ ৮৬ হাজার ৭০০ জন মানুষ রয়েছে। ত্রাণবাহী ট্রাকগুলো বুধবার বিদ্রোহীদের দখলে থাকা দামেস্কের কাছ মুআদমিয়া ও মাদারার পৌঁছেছে। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো গত সপ্তাহে সিরিয়ায় অস্ত্রবিরতি এবং দেশটিতে বৃহত্তর পরিসরে ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যাপারে সম্মত হয়। এই ত্রাণ সহায়তা সেই সমঝোতারই অংশ। খাদ্য, চিকিৎসাসামগ্রী, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রবোঝাই প্রায় ১০০ ট্রাক বুধবার দামেস্ক ছেড়ে যায়। সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, অতিপ্রয়োজনীয় কিছু জিনিসপত্রের জন্য মরিয়া হয়ে উঠেছেন সিরিয়ার অনেক নাগরিক। কেফ্রায়া এবং ফোয়ার মানুষেরা তাদের পানির পাম্পগুলো চালু করতে ডিজেলের জন্য মরিয়া হয়ে উঠেছেন। খবর এএফপির।
×