ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যালান বোর্ডান পদক জিতলেন ডেভিড ওয়ার্নার

প্রকাশিত: ০৩:১৩, ২৭ জানুয়ারি ২০১৬

এ্যালান বোর্ডান পদক জিতলেন ডেভিড ওয়ার্নার

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার বর্ষ সেরা টেস্ট ক্রিকেটার হিসেবে এ্যালান বোর্ডার পদক জতলেন ডেভিড ওয়ার্নার। অধিনায়ক স্টিভেন স্মিথকে হারিয়ে বুধবার এ পদক জয় করেন ওয়ার্নার। পুরো মৌসুমে টেস্ট ও ওয়ানডে পারফরমেন্স বিবেচনায় ২৪০ ভোট পেয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ এ ক্রিকেট পুরস্কার জয় করেন ওয়ার্নার। স্মিথের চেয়ে ২১ এবং মিচেল স্টার্কের চেয়ে ৫৭ ভোট বেশি পেয়েছেন আক্রমণাত্মক এ ব্যাটসম্যান। বর্ষ সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হতে ৩০ ভোট পান ধারাবাহিকভাবে রান পাওয়া এ তারকা খেলোয়াড়। টেস্ট পারফরমেন্স বিবেচনায় তিনি স্মিথের চেয়ে ৬ এবং স্টার্কের চেয়ে ১৮ ভোট বেশি পান। ওয়ার্নার বলেন, ‘আমার হৃদয় যেন স্থির থাকতে পারছেনা। সত্যিই আমি ভেবেছিলাম স্মিথ দারুণ একটা বছর কাটিয়েছে এবং এ পুরস্কার তারই প্রাপ্য ছিল।’ ‘জনগণ বলত আমি খেলাটির সেরাদের একজন হতে পারতাম। তবে আমি কেবল মাত্র তাদের পাশে বসে নিজ কানে তাদের কথা শুনেছি। মাঠের কিছু বিষয়ই কেবলমাত্র আপনি নিয়ন্ত্রণ করতে পারেন।’ গত বছর অস্ট্রেলিয়া টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হওয়া ২৯ বছর বয়সী ওয়ার্নার পারফরমেন্স অক্ষুন্ন রেখে এই গ্রীষ্মে লংগার ভার্সনে নিজের ১৬তম সেঞ্চুরি পূর্ণ করেছেন। এ মাসের প্রথম দিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে মাত্র ৮২ বলে টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্রিজবেনে প্রথম টেস্টে ১১৬ বলে ১৬৩ করার পর পার্থ টেস্টে ২৫৩ রান করেন ওয়ার্নার। স্বদেশী খলোয়াড়, গণমাধ্যম কর্মী এবং আম্পয়ারদের ভোটে এ্যালান বোর্ডার পুরস্কার দেয়া হয়। এরআগে রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, স্টিভ ওয়াহ, এডাম গিলক্রিস্ট, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক এবং স্মিথ এ পদক জয় করেছেন। বর্ষ সেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং ঘরোয়া ক্রিকেটে বর্ষ সেরা নির্বাচিত হয়েছেন এডাম ভোজেস
×