ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রজাতন্ত্র দিবসের আগে ভারতজুড়ে তল্লাশি, গ্রেপ্তার ২০

প্রকাশিত: ১৮:৪৭, ২৬ জানুয়ারি ২০১৬

প্রজাতন্ত্র দিবসের আগে ভারতজুড়ে তল্লাশি, গ্রেপ্তার ২০

অনলাইন ডেস্ক॥ প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ভারতের রাজধানী দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে ভারতজুড়ে তল্লাশি চালিয়ে কমপক্ষে ২০জন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। ফলে, কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। দিল্লির ৩১টি জনবহুল জায়গা এবং ১৩টি মেট্রো স্টেশনে বসানো হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। বিপদের আশঙ্কা দেখা দিলেই পুলিশ কন্ট্রোল রুম থেকে এলাকার মানুষকে সতর্ক করে দেওয়া হবে। দিল্লির প্রতিটি থানায় তৈরি থাকছে এমারজেন্সি টিম। সাধারণ আইন-শৃঙ্খলা রক্ষার কাজে এই টিমকে ব্যবহার করা হবে না। এ ছাড়াও নিরাপত্তার অন্যান্য রুটিন বিষয়গুলি তো আছেই। শুধুমাত্র রাজধানী নয়, প্রজাতন্ত্র দিবসে দেশের সব প্রান্তেই আঁটোসাঁটো করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা। - সূত্র : জিনিউজ
×