ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে টেম্পোচালক, নীলফামারীতে গৃহবধূ ও বরিশালে এক যুবক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টারদের। চট্টগ্রাম ॥ নগরীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সৈয়দ হোসেন (২৫) নামে এক টেম্পোচালক নিহত হয়েছেন। রবিবার সকালে নগরীর বাকলিয়া থানার রাজখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটিয়া থেকে আসা একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় টেম্পোটিকে ধাক্কা দেয়। নীলফামারী ॥ জলঢাকায় রবিবার বিকেলে একটি আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে উল্টে পড়লে শরীফা বেগম (৩২) নামের এক গৃহবধূ ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আহত হয় ছয় বছরের শিশু সাগর। তাকে আশঙ্কাজনক অবস্থায় জলঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাকালিগঞ্জ গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের রেইনট্রিতলা নামক এলাকায় শনিবার রাতে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সায়েম (২৫) নামের এক যুবক নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহত সায়েম বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ গ্রামের টুলু মিয়ার পুত্র।
×