ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৯, ২২ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

খুলে দিল সড়ক নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২১ জানুয়ারি ॥ উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় ছমদ ও রহিম গোমস্তা সংযোগ সড়কটি বুধবার বিকেলে খুলে দিল স্থানীয় উপজেলা প্রশাসন। একটি পক্ষ মালিকানাধীন ভূমির দখল দারিত্ব নিয়ে এক পক্ষ আগে ওই রাস্তাটি বন্ধ করে দেয়ায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ৩ অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২১ জানুয়ারি ॥ নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের ভাইয়ের বাসা থেকে তিনটি দেশীয় এলজি ও গুলি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়িতে তোফায়েল আহমেদের ভাই জহিরের বাসার পেছনে মাটির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় বাসায় জহির না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। স্কুল ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাপানিয়া-শরিফাবাদ ইউনাইটেড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এ সময় অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, সাহেব আলী, মাইনুল আজম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। ছয় প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২১ জানুয়ারি ॥ সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন শিবাইকাঠী গ্রামে প্রতিথযশা শিক্ষক শংকর ব্যানার্জির বাড়ির মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। বুধবার মধ্য রাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ও জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়া ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। দুর্বৃত্তরা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ ৬টি প্রতিমার মাথা ভেঙ্গে বাড়ির সামনে মূল সড়কে ২টি ব্রিজের ওপর সাজিয়ে রাখে। বালু উত্তোলনের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ জানুয়ারি ॥ কিশোরগঞ্জ শহরের বুক চিরে লেকসিটি প্রকল্পের কাজ করতে গিয়ে অবৈধভাবে নরসুন্দা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে নদীর দুই পাড় ভেঙে যাওয়াসহ বসবাসরতদের জীবনমান হুমকির মুখে পড়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে শহরের বিজয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে দুই পাড়ের বাঁধের আশপাশে বসবাসরত বাসিন্দারা ছাড়াও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সংগঠনের আহ্বায়ক প্রদীপ কুমার বর্মণের সভাপতিত্বে বক্তৃতা করেন- শিল্পী আবুল কালাম, সংস্কৃতিকর্মী ফাইজুল ইসলাম, জিয়াউল হক বাতেন, ছাত্রনেতা আল আমিনসহ অন্যরা। হত্যাকারীর শাস্তি দাবি নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২১ জানুয়ারি ॥ বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এম আর রোড়ে আওয়ামী লীগ কর্মী আব্দুল মাজেদ (৫৫) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, শোকর‌্যালি ও সমাবেশ করেছে এলাকাবাসী। মাগুরা পৌরসভার নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত আব্দুল মাজেদের পরিবারের সদস্যরাসহ সাজিয়াড়া, কুকনা, পুলিশ লাইন, ইটখোলা, আবালপুরসহ বিভিন্ন এলাকার ৩ শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ভাই জামির হোসেন, ফিরোজ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ। মাদকবিরোধী র‌্যালি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২১ জানুয়ারি ॥ এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি, মাদক কারবারী, পাচারকারী দেশ ও জাতির শত্রু এদের প্রতিরোধ ও মাদক মুক্ত সমাজ গঠনে সহায়তা করুন এই সেøাগানকে সামনে রেখে বৃহস্পতিবার এক মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পাঁচ বখাটের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২১ জানুয়ারি ॥ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার তার কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। দ-প্রাপ্তরা হলেন উপজেলার হবিরবাড়ি গ্রামের আব্বাস আলীর পুত্র জহিরুল ইসলাম, পূর্ব ভালুকা গ্রামের আব্দুস সামাদের কন্যা সালমা, ঝিনাইদহ জেলার মহেষপুর থানার গারাপোতা গ্রামের মুনসুর আলীর কন্যা লিজা, ভালুকা উপজেলার ঝালপাজা গ্রামের জামাল উদ্দিনের পুত্র রবিউল ইসলাম ও গৌরিপুর উপজেলার কোনাবাড়ি গ্রামের ইয়ার হোসেনের পুত্র হাসান মাহমুদ। বাল্যবিয়ের দায়ে দণ্ড নিজস্ব সংবাদদাদা, নেত্রকোনা, ২১ জানুয়ারি ॥ জেলার পূর্বধলায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের বোন জামাইকে কারাদ- ও অর্থদ-ে দ-িত করেছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হচ্ছে- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নওপাই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে ফারুক মিয়া (২৪) ও পূর্বধলার পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে মিন্টু মিয়া (২৫)। বুধবার রাত সাড়ে ১০টায় পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নূর হোসেন এই দ-াদেশ দেন। স্বেচ্ছায় রক্তদান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ জানুয়ারি ॥ কারা সপ্তাহ ২০১৬ উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার ঠাকরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচী পালনকালে কারা কর্তৃপক্ষ ও স্থায়ীভাবে প্রায় ৭০ ব্যাগ রক্ত সংগ্রহসহ রক্তের গ্রুপিং করা হয়। এছাড়াও কারা সপ্তাহ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা কারাগার চত্বরে নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর ও লৌহজংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ও লৌহজং উপজেলার মেদিনী ম-ল এবং কুমারভোগ ইউনিয়নের পাঁচ শতাধিক দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। ইবিতে অবরোধ ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাকরি প্রত্যাশীরা বিশ্ববিদ্যালয় শিক্ষা সেলে তালা এবং প্রধান ফটক অবরোধ করেছে বলে জানা গেছে। জানা যায়, চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেত মিজানুর রহমান টিটু, তৌফিকুর রহমান হিটলার, কাশেম মাহমুদ, মাসুদ রানা, মাহবুবুর রহমানসহ ২০-২৫ জন মিলে বেলা ১১টার দিকে প্রশাসন ভবনে শিক্ষা সেলে তালা দেয়। পরে তারা প্রধান ফটক অবরোধ করে। যার ফলে শিক্ষক-শিক্ষার্থী বহন করা ১২টার বাস কুষ্টিয়া-ঝিনাইদহের উদ্দেশে যথা সময়ে ছেড়ে যেতে পারেনি। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২১ জানুয়ারি ॥ জেলা পরিষদের উদ্যোগে দুস্থ বিধবা, গরিব, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মহিলাদের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে সেলাই মেশিন, উপকরণ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব শামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাদের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরন করেন। আশুলিয়ায় ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সাভার, ২১ জানুয়ারি ॥ আশুলিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়ার ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় পুলিশ ফাঁড়ির ৩শ’ গজের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোর রাতে ‘আনোয়ার জং’ সড়কের সরকার মার্কেট এলাকার ‘সামিয়া ইলেকট্রনিক্স’ শোরুমে এ ডাকাতির ঘটনা ঘটে।
×