ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনের প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

প্রকাশিত: ০৫:৫৯, ২০ জানুয়ারি ২০১৬

চীনের প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ সকালের দিকে অনেকটা হেলে দুলে চলছিল চীনের পুঁজিবাজার। কিন্তু গত বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘোষণার পর বিকেলের সেশনে হাওয়ায় উড়েছে বাজার। এদিকে বিনিয়োগকারীরা দীর্ঘদিন পর এই বলে স্বস্তি পাচ্ছে যে, সরকার এবার অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন পথ খুঁজতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনের পুঁজিবাজারে অস্থিরতা এখনও কাটেনি। সোমবার দেশটির কর্তৃপক্ষ অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, গত বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৯ শতাংশ; যা দীর্ঘ ২৫ বছরে সর্বচেয়ে কম। আলোচিত বছরের জন্য দেশটির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৭ শতাংশ। ২০১৪ সালে দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৭.৩ শতাংশ। মার্কেটওয়াচের এক খবরে বলা হচ্ছে, এদিন সাংহাই কম্পোজিট সূচক ৩.২ শতাংশ বেড়ে লেনদেন শেষ করেছে; যা এ বছরে সূচকের রেকর্ড বৃদ্ধি। আর শেনজেন কম্পোজিট সূচক বেড়েছে ৩.৫৭ শতাংশ। এর আগে গত ৩ সপ্তাহে ২০ শতাংশ পর্যন্ত সূচক হারায় বাজার। ব্যাপক দরপতনে দুইদিন তো লেনদেন বন্ধ করতেই বাধ্য হয় বাজার নিয়ন্ত্রক সংস্থা। বিশেষজ্ঞরা মনে করেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতি, বিশ্ববাজারে তেলের অব্যাহত দরপতন দেশটির পুঁজিবাজারকে অস্থিতিশীল করে তুলছে। আর তার নেতিবাচক প্রভাব পড়ছে এশিয়ার অন্যান্য দেশের পুঁজিবাজারে।
×