ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেভিতোভার ভাবনায় শুধুই নতুন মৌসুম

প্রকাশিত: ০৬:২৩, ২৫ ডিসেম্বর ২০১৫

কেভিতোভার ভাবনায় শুধুই নতুন মৌসুম

স্পোর্টস রিপোর্টার ॥ সাফল্য আর ব্যর্থতার মিশেল অভিজ্ঞতায় চলতি মৌসুমটা কেটেছে পেত্রা কেভিতোভার। তবে চোট-ক্লান্তি আর নিষ্প্রভ পারফর্মেন্সের মাঝেও বছরের শেষে ভক্ত-অনুরাগীদের দিয়েছেন দারুণ এক রোমাঞ্চকর খবর। নতুন বয়ফ্রেন্ড রাদেক মেইডলের সঙ্গে বাগদানেরও ঘোষণা করেছেন তিনি। তবে ২৫ বছর বয়সী পেত্রা কেভিতোভার চোখে এখন শুধুই নতুন মৌসুম। আসন্ন মৌসুমে নিজের সেরাটাই মেলে ধরতে চান উইম্বল্ডনে দুইবারের চ্যাম্পিয়ন। এ বিষয়ে পেত্রা কেভিতোভা এক সাক্ষাতকারে বলেন, ‘এ মুহূর্তে আমি পুরোপুরি সুস্থ। চোটমুক্ত হওয়ার কারণে নিয়মিতই অনুশীলন করছি। তবে দেখা যাক নতুন মৌসুমে কী হয়। তবে আশা করি ২০১৬ সালটা সাফল্যের সঙ্গেই কাটবে আমার।’ চলতি মৌসুমে তিন শিরোপা জিতেছেন পেত্রা কেভিতোভা। কোর্টে ছিলেন ৮৯ ঘণ্টা ও ৩৪ মিনিট। ম্যাচ জিতেছেন ৩৮টি। বিনিময়ে প্রতিপক্ষের কাছে হেরেছেন ১৭ ম্যাচে। আর কেভিতোভাকে হোটেলে থাকতে হয়েছে ২১ দিন। বিভিন্ন টুর্নামেন্টে পারফর্ম করার জন্য কেভিতোভা এ বছর বিশ্বের ১৩ দেশ ভ্রমণ করেছেন। তবে কেভিতোভার চোখে এই মৌসুমটা অদ্ভুত। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মৌসুমটা আমার জন্য অদ্ভুত একটি মৌসুম। তবে উল্লেখ করার মতো বেশকিছু ঘটনাও ছিল।’ বিশেষ করে মাদ্রিদ ওপেনের স্মৃতিটা বেশ তরতাজা। কেননা এখানেই যে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামসকে পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। মে মাসে মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে আমেরিকান কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারান কেভিতোভা। আর ফাইনালে সভেতলানা কুজনেটসোভাকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। স্পেনে সেরেনাকে হারানোর স্মৃতিটাই নাকি তার এ বছরের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। এ বিষয়ে কেভিতোভা বলেন, ‘বলার মতো ঘটনা রয়েছে মাদ্রিদে, যেখানে সেরেনা উইলিয়ামসকে হারাই আমি। আমার জন্য এটা ছিল দারুণ এক মুহূর্ত। মাদ্রিদ ওপেনের শিরোপা জয় ছাড়াও ইউএস ওপেনের পারফর্মেন্স ছিল খুব ভাল। কেননা এ বছর এখানে আমি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলাম। নিউইয়র্কে আমি কখনই ভাল করতে পারিনি। কিন্তু এবার এখানে আমার ফলাফল ছিল খুবই ভাল। এখানে আমি আরও ভাল করার বিষয়ে খুব আশাবাদী। কারণ কঠিন পরিস্থিতির মধ্যেও প্রতি বছরই আমি এখানে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। আমি এটা সুস্পষ্ট করেই বলতে পারি যে যদি সুস্থ থাকতে পারি তাহলে এখানে নিশ্চিত ভাল করতে পারব।’ চলতি বছর ফেড কাপের শিরোপা ধরে রাখাটাও ছিল কেভিতোভার জন্য দারুণ এক মুহূর্ত। গত মাসে প্রাগে শক্তিশালী রাশিয়াকে পরাজিত করে শিরোপা নিজেদের করে রাখে পেত্রা কেভিতোভার চেক প্রজাতন্ত্র। সেই ফেড কাপেই শেষবারের মতো কোর্টে নেমেছিলেন তিনি। এরপর আর কোন প্রতিযোগিতামূলক ম্যাচে পারফর্ম করেননি কেভিতোভা। তবে এখন চোট কাটিয়ে নতুন বছরের জন্য শতভাগ প্রস্তুত বলে দাবি করছেন চেক তারকা। এ বিষয়ে কেভিতোভার অভিমত হলো, ‘ফেড কাপের ফাইনালেই শেষবারের মতো কোন প্রতিযোগিতামূলক ম্যাচে বলে আঘাত করেছি আমি। এটা ছিল পাঁচ সপ্তাহ আগে। তবে ফিটনেস অনুশীলন শুরু করার পর থেকে আমি এখন খুবই ভাল আছি। নতুন মৌসুমের পারফর্মেন্সেও আমি খুবই ইতিবাচক।’
×