ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরার সেই বাস চালক রিমান্ডে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রকাশিত: ০৮:১১, ২৪ ডিসেম্বর ২০১৫

উত্তরার সেই বাস চালক রিমান্ডে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার ঢাকার উত্তরায় ইচ্ছা করে অটোচালক মোঃ ফারুককে চাপা দিয়ে হত্যার আলোচিত ঘটনায় আটক বাসচালক আবদুল মজিদকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এমন নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের পরিবার ও আত্মীয়স্বজনরা। বুধবার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন। মঙ্গলবার উত্তরায় জসীমউদদীন রোডের মোড়ে শত শত মানুষের সামনে সাইড দিতে দেরি হওয়ায় যাত্রীবাহী বাস দিয়ে অটোচালক ফারুককে হত্যা করা হয়। এমন পৈশাচিক হত্যাকা-ের পর বাসের যাত্রীরাই বাসচালক মজিদকে (২৫) আজমপুর বাসস্ট্যান্ড থেকে ধরে পুলিশে সোপর্দ করে। মজিদ তেঁতুলিয়া পরিবহন নামে যাত্রীবাহী বাসের চালক। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় নিহত ফারুকের ভাই মোঃ হারুন একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় বাসচালককে। বুধবার বিকেলে বাসচালককে ঢাকার সিএমএম আদালতে সোর্পদ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। হারুন জানান, তার ভাই স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঢাকার মা-া থাকতেন। বাস মালিকের সঙ্গে তাদের যোগাযোগ হয়নি। নিহতের পরিবার ও স্বজনরা হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
×