ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাপ্পা মজুমদার এ্যান্ড ফ্রেন্ডসের এ্যালবাম ‘বেনানন্দ’ ॥ সঞ্জীব চৌধুরী স্মরণে

প্রকাশিত: ০৩:৩১, ২৪ ডিসেম্বর ২০১৫

বাপ্পা মজুমদার এ্যান্ড ফ্রেন্ডসের এ্যালবাম ‘বেনানন্দ’ ॥ সঞ্জীব চৌধুরী স্মরণে

স্টাফ রিপোর্টার ॥ প্রয়াত সঞ্জীব চৌধুরীর জš§দিন আগামীকাল ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁকে উৎসর্গ করে প্রকাশ হচ্ছে বাপ্পা মজুমদার এ্যান্ড ফ্রেন্ডসের প্রথম স্টুডিও এ্যালবাম ‘বেনানন্দ’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডের একটি রেস্টুরেন্টে এ্যালবামটির মোড়ক উম্মোচন করা হবে। বাপ্পা মজমুদার এ্যান্ড ফ্রেন্ডসের সদস্যদের পাশাপাশি এতে উপস্থিত থাকবেন এ্যালবামের প্রযোজনা প্রতিষ্ঠান জিরোনা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও এমকে গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, নাট্য ব্যক্তিত্ব শংকর সাঁওজাল, সঙ্গীত পরিচালক পার্থ মজমুদার, রবি আজিয়েটার জেনারেল ম্যানেজার ফয়সাল মাহমুদ প্রমুখ। বাপ্পা মজুমদার এ্যান্ড ফ্রেন্ডসের প্রথম স্টুডিও এ্যালবাম ‘বেনানন্দ’ সাজানো হয়েছে ৮টি লোক গান নিয়ে। এরমধ্যে তিনটি লালনের ‘জাত গেলো জাত গেলো বলে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘বাড়ির পাশে আরশী নগর’। তিনটি রাধারমনের ‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’, ‘কারো দেখাবো মনের দুঃখ গো’ এবং ‘শ্যাম কালিয়া সোনা বন্ধুরে’। একটি গান হাছন রাজার ‘আগুন লাগাইয়া দিলো কনে’ এবং একটি মন মোহন দত্তের ‘বেনানন্দ’ (বাঁশপাতা আর কলমিলতা)। সব গানের সঙ্গীতায়োজনে রয়েছে বাপ্পা মজুমদার এ্যান্ড ফ্রেন্ডস। এ্যালবাম প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, আধুনিক গান করে পরিচিতি পেলেও লোক গানও আমার খুব পছন্দ। মাঝে মধ্যে লোক গান করেও থাকি। লোক গানই কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে আমাদের নিজস্ব পরিচয় বহন করে। ইচ্ছা ছিল কখনও সুযোগ পেলে লোক গানের পুরো এ্যালবাম করার। সঞ্জীব দার জš§দিনে এ্যালবামটি উপলক্ষে প্রকাশ করতে পারছি এটা আমার জন্য অন্যরকম এক অনুভূতি। বাপ্পা আরও বলেন, ব্যান্ডের প্রথম এ্যালবাম বলে এ্যালবামটি নিয়ে আমাদের অনেক ভাবতে হয়েছে। এ্যালবামের বিশেষত্ব হলো সব গানই ম্যানুয়ালি বাজানো। যার ফলে সাউন্ডেও নতুনত্ব এসেছে। আশা করি সবার ভাল লাগবে। ‘বেনানন্দ’ এ্যালবামটি প্রকাশ করছে জিরোনা বাংলাদেশ। মোড়ক উম্মোচন আজ করা হলেও এ্যালবামটি সারাদেশে পাওয়া যাবে ১ জানুয়ারি থেকে। প্রসঙ্গত, গত ১ নবেম্বর থেকে রবি রেডিওতে (৮০৮০৬ ডায়াল করে) এক্সক্লুসিভলি শোনা যাচ্ছে এ্যালবামটির সবগুলো গান। ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর সদস্যরা হলেন-বাপ্পা মজুমদার (ভোকাল, গিটার ও দলনেতা), সোহেল আজিজ (কী-বোর্ড), জন শার্টন (বেজ), মামুস (গিটার), ডানো (ড্রামস) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।
×