ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্যারিসের চেয়ে মাদ্রিদ পছন্দ আমার ॥ রোনাল্ডো

প্রকাশিত: ০৪:২৫, ২০ ডিসেম্বর ২০১৫

প্যারিসের চেয়ে মাদ্রিদ পছন্দ আমার ॥ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনান্ডো ঠিকানা পরিবর্তন করবেন। এ গুঞ্জনটা অনেক পুরনো। বিভিন্ন সময়ে বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদে থাকার বিষয়ে অসন্তুষ্টি ব্যক্ত করেছেন রোনাল্ডো। বিশ্বের অন্যান্য নামী ক্লাবে যাওয়ার কথা শোনা গেছে। তবে রিয়ালেই থেকে গেছেন তিনি। এবার শোনা যাচ্ছে ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিতে পারেন। সে জন্য ফরাসী চ্যাম্পিয়নরা যত অর্থের প্রয়োজন তা ব্যয় করতেও রাজি। কিন্তু রোনাল্ডো নিজেই জানালেন এই মুহূর্তে সান্টিয়াগো বার্নাব্যুতেই সুখে আছেন তিনি। পর্তুগীজ ফরোয়ার্ড আরও দাবি করেছেন প্যারিসের চেয়ে মাদ্রিদ বেশি পছন্দনীয় তার কাছে। কিন্তু একই সঙ্গে এটাও বলেছেন যে কোন সময় মানসিকতার পরিবর্তন আসতে পারে তার। আলোচনাটা বাতাসে ভেসে বেড়ালেও রোনাল্ডো নিজে এ বিষয়ে কখনই স্পষ্ট করে কিছু বলেননি। আদৌ রিয়াল ছাড়বেন কিনা সেটাও বলেননি। তবে পিএসজি ধারাবাহিকভাবেই তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে রোনাল্ডো নিজে দাবি করেছেন কোন ধরনের ট্রান্সফার ইস্যু নিয়ে কখনও আলোচনা করেননি তিনি। ফ্রান্সে পারিবারিক একটা সংযোগ আছে রোনাল্ডোর। কিন্তু এক সাক্ষাতকারে রোনাল্ডো জানিয়েছেন, তিনি বর্তমানে রিয়ালে সুখেই আছেন। আপাতত সান্টিয়াগো বার্নাব্যু ছাড়ার কোন পরিকল্পনা তার নেই। তবে ভবিষ্যতে তিনি প্যারিসে আস্তানা গাড়তে পারেন বলেও আভাস দিয়েছেন। রোনাল্ডো বলেন, ‘আমি মাদ্রিদকে পছন্দ করি প্যারিসের চেয়েও। কিন্তু কোন একদিন পরিবর্তন হতেও পারে। আমার পরিবার প্যারিসে কাজ করে। প্যারিসে আমার বান্ধবী থাকে, হয়তো তাকে ছাড়াই অনেকটা সময় এখানে থাকতে হয়। কিন্তু আমার চিন্তায় সেখানে বসবাস করার ইচ্ছা নেই। এটা দারুণ একটা শহর, আমি সেখানে গিয়েছি কয়েকবার।’ রোনাল্ডো যাই বলুন না কেন অনেকেরই দাবি অর্থের পরিমাণটা লোভনীয় হলে সি আর সেভেনও মাদ্রিদ ছেড়ে প্যারিসে চলে যেতে পারেন। এদিকে রোনাল্ডো হোটেল ব্যবসায় নামার ঘোষণা দিয়েছেন। এ জন্য চার কোটি ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছেন তিনি। ‘সি আর সেভেন’ এখন একটা বিখ্যাত ব্র্যান্ড। এই ব্র্যান্ডকে পুঁজি করেই হোটেল ব্যবসায় নামতে যাচ্ছেন তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। সাক্ষাতকারে এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ‘অনেক ফুটবলারই কি করতে চান, তা না জেনেই তাদের ক্যারিয়ারের ইতি টানেন।
×