ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলের নির্দেশ মেনে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন

কুড়িগ্রামে বিদ্রোহী প্রার্থীরা এখন নৌকা প্রতীকে

প্রকাশিত: ০৩:৪১, ১৮ ডিসেম্বর ২০১৫

কুড়িগ্রামে বিদ্রোহী প্রার্থীরা  এখন নৌকা প্রতীকে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এখন নৌকা প্রতীকের জন্য ভোটারদের কাছে ভোট চাইছেন। গত কয়েক দিন আগেও যারা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনের তৎপরতা চালিয়েছিলেন তারাই এখন কেন্দ্রের নির্দেশ মেনে দলের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুল জলিলের হয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। কুড়িগ্রাম পৌর নির্বাচনে আওয়ামী লীগের জেলা মনোনীত প্রার্থী কাজিউল ইসলাম দীর্ঘদিন যাবত দলীয় প্রার্থী হিসেবে জনগণের কাছাকাছি ছিলেন। দলের হয়ে নানা কাজ করলেও কেন্দ্র তাকে এবারের নির্বাচনে মনোনয়ন দেয়নি। ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে মনোনয়নপত্র প্রত্যাহার করেন কাজিউল ইসলাম। পাশাপাশি অপর বিদ্রোহী প্রার্থী সাইদুল হাসান দুলালও বহিষ্কারের ভয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হন। বর্তমানে পৌর নির্বাচনে কুড়িগ্রামে মাত্র ৩ জন মেয়রপ্রার্থী নিজ নিজ দলীয় প্রতীক পেয়ে এখন ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। তারা হলেনÑ কুড়িগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম নুরু (ধানের শীষ), জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল (নৌকা) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বেলাল হোসেন (হাতপাখা)। আওয়ামী লীগের প্রার্থী কাজিউল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলের মনোনীত প্রার্থী আব্দুল জলিল অনেকটা নিরাপদে ভোটারদের কাছে ভোট চেয়ে জনসংযোগ করছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদর জাফর আলী মতভেদ ভুলে নৌকা প্রতীকের জন্য সকলকে কাজ করার অনুরোধ করেছেন। কাজিউল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় কিছুটা বেকায়দায় পড়েছে বিএনপি। এখন দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারকারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম বলেন, দলই জীবন। সারাজীবন দলের আনুগত্য করে এসেছি, আজও করছি। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। তাই নৌকার হয়ে ভোট প্রার্থনা করছি ভোটারদের কাছে। অপরদিকে কুড়গ্রাম বিএনপির মনোনীত প্রার্থী নূর ইসলাম নূরু জানান, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
×