ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজয়ের মাসে নিথর মাহবুবের ‘বাংলাদেশ’

প্রকাশিত: ০৫:৩৪, ১৩ ডিসেম্বর ২০১৫

বিজয়ের মাসে নিথর মাহবুবের ‘বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার ॥ আড়াই বছর পর আবার ‘বাংলাদেশ’ শিরোনামের একক মূকাভিনয় করলেন শিল্পী নিথর মাহবুব। শনিবার বেলা ৩টায় ধানম-ি ২৭ এ স্ট্রেট ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের গ্রন্থনা, পরিকল্পনায় ‘বাংলাদেশ’ নামে ওই একক অভিনয় করেন তিনি। অনুষ্ঠানে এই পরিবেশনার পাশাপাশি নিথর মাহবুব তাঁর আরেক মূকাভিনয় ‘ইভটিজিং’ এর প্রদর্শনী করেন। নিথর মাহবুব জানিয়েছেন আগামী ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের অনুষ্ঠানে তার ‘বাংলাদেশ’ প্রযোজনাটির একটি প্রদর্শনী হবে। ‘বাংলাদেশ’ নামের মূকাভিনয়ে দেখা যায়, কালো কাপড়ে আবৃত এক আবদ্ধ পরিস্থিতি থেকে অনেক চেষ্টায় লাল-সবুজ বেরিয়ে এসে আনন্দে পাখির মতো ডানা মেলে সামনে এগুতে থাকে। কিন্তু কিছু দূর এগুতেই লাল-সবুজের গতিরোধ করে এক অপশক্তি। প্রাণপণ চেষ্টা করেও লাল-সবুজ সেই বাধার দেয়াল ভেঙে এগুতে পারে না, শুধু হতবাক হয়ে বাধা অতিক্রমের উপায় খুঁজতে থাকে। কিন্তু এরই মধ্যে অপশক্তির দেয়ালগুলো আস্তে আস্তে সামনে এগিয়ে আসতে থাকে এবং একসময় লাল-সবুজকে চেপে ধরে। অসহায় অবস্থায় লাল-সবুজ সাহায্যের আবেদন জানায় তরুণ প্রজন্মের কাছে। এমনি বিমূর্ত উপস্থাপনায় নিথর মাহবুব তুলে এনেছেন পাকিস্তানের কবল থেকে বাংলাদেশের স্বাধীন হাওয়া, দেশের অগ্রগতি রোধ করতে বঙ্গবন্ধুকে হত্যা, মৌলবাদী ও স্বাধীনতাবিরোধীদের উত্থান ও বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট।
×