ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নজরদারিতে রাখা হবে কোন কোন মসজিদ ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ নভেম্বর ২০১৫

নজরদারিতে রাখা  হবে কোন কোন  মসজিদ ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড জে. ট্রাম্প শনিবার বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সন্ত্রাস দমনের লক্ষ্যে কতগুলো মসজিদে নজরদারি চালানোর নির্দেশ দেবেন। ২০০১-এর ১১ সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টাওয়ারগুলো ভেঙ্গে পড়ার সময় তিনি হাজার হাজার লোককে উল্লাস প্রকাশ করতে দেখেছিলেন বলেও দাবি করেন। তিনি আলবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে এক সমাবেশে এ কথা বলেন। খবর নিউইয়র্ক টাইমসের। ট্রাম্প ওই সমাবেশে যুক্তরাষ্ট্রে মুসলিমদের এক ডাটাবেজ তৈরির প্রতি তার আপাত সমর্থনের বর্ণনাকে তিনি তাকে ফাঁদে ফেলতে নিউজ মিডিয়ার প্রয়াস বলে উড়িয়ে দেন। তারপর তিনি ওই ধারণার ব্যাখ্যা দেন বলে মনে হয়। তিনি বলেন, সিরিয়া থেকে সে দেশে প্রবেশকারী শরণার্থীদের এক ডাটাবেজ চান। তিনি হর্ষধ্বনির মধ্যে আরও বলেন, আমি কোন কোন মসজিদের ওপর নজরদারি চাই।
×