ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে মন্দিরে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০০:০০, ২৬ অক্টোবর ২০১৫

পার্বতীপুরে মন্দিরে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর॥ পরিস্থিতি অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের উদ্যেশে জামায়াতীরা পার্বতীপুরে মন্দিরে অগ্নি সংযোগ করেছে। শহর থেকে ২০ কিলোমিটার দূরে মোমিনপুর ইউনিয়নের জামায়াত অধ্যুষিত এলাকা যশাই পশ্চিম শুকদেবপুর গ্রামে রবিবার রাত আনুমানিক ৯.৩০ মিনিটে ঘটনাটি ঘটেছে। জানা যায় জামায়াতের একনিষ্ট কর্মি সুজাবুদ্দিনের (৬৫) নেতৃত্বে তার চার ছেলে সকেদ আলী(৩৫),লূৎফর রহমান(৩২), ওয়াজেদ আলী((৩০), গোলাম রব্বানী(২৮) ও জামায়াতের তিন ক্যাডার কুদ্দুস(২৮), লিটন(২৭) , বাবু(২৭) সহ আরও কতিপয় সন্ত্রাসী প্রকাশ্যেই এ গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা তছনছ করে অগ্নি সংযোগ করে। এ ছাড়াও জনৈক মুসলমান মহিলার সাথে পরকীয়ার ধূয়া তুলে গ্রামের নীরেনের বাড়ীতে ঢুকে ভাংচুর ও লূটপাট চালায়। সার্বিক অবস্থা দেখতে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান ঘটনার রাতেই পুলিশ ফোর্স নিয়ে মন্ডবে যান। আজ সোমবার বেলা ১১ টায় ক্ষমতাশীন পার্বতীপুর আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শচীন্দ্রনাথ শাহা,সংখ্যালঘুদের স্থানীয় নেতা নীলকান্ত মহন্ত, দীপেশচন্দ্র রায়,আকাশ, জগদীশ ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল সহ আরও লোকজনের বিশাল বহর নিয়ে ঘটনাস্থলে আসেন। এখানে এক সমাবেশে তারা বলেন অসম্প্রদায়িক বাংলাদেশে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে। এ ক্ষেত্রে সৌহাদ্য সম্প্রীতি বিঘœকারীদের কঠোর হস্তে দমন করা হবে। তার আগে সকাল ১০ .৩০ মিনিটে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন পুজামন্ডব পরিদর্শন করেন । যোগাযোগ করলে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমদুল আলম জানান পুজামন্ডবে অগ্নিসংযোগ ও হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×