ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজন হত্যা মামলা আজ ফের আসামিদের আত্মপক্ষ সমর্থন ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ অক্টোবর ২০১৫

রাজন হত্যা মামলা  আজ ফের আসামিদের  আত্মপক্ষ সমর্থন ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে শিশু রাজন হত্যা মামলায় আবারও যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করেছে আদালত। রবিবার আসামিদের আত্মপক্ষ সমর্থন ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত সোমবারও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থানের তারিখ দেয়। রবিবার দুুপুর বারোটায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে রাজন হত্যা মামলার নির্ধারিত বিচারিক কার্যক্রম শুরু হয়। সোমবার বিকেল সোয়া তিনটায় আদালত এই মামলার পরবর্তী দিন ধার্য করে। মামলার প্রধান আসামি কামরুল ইসলামের ভাই আলী ও মুহিত রবিবার আদালতে সাফাই সাক্ষ্য প্রদানকালে নিজেদের নির্দোষ দাবি করেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে দুপুর ১২টা থেকে সাফাই সাক্ষ্য প্রদান শুরু করেন আসামিরা। এই আদালতের পিপি মফুর আলী জানান, আদালতে হাজির থাকা ১১ আসামির সকলেই নিজেদের নির্দোষ দাবি করেছে। তবে কেবল আলী হায়দার ও মুহিত হোসেন ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য প্রদান করে।
×