ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণভবনে আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:৫৪, ৪ অক্টোবর ২০১৫

গণভবনে আজ প্রধানমন্ত্রীর সংবাদ  সম্মেলন

বিশেষ প্রতিনিধি ॥ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরে একদিনের মধ্যেই আজ রবিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নিউইয়র্ক সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে সফরের অর্জন ও সফলতা তুলে ধরার পাশাপাশি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ নানা ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ৮ দিন নিউইয়র্ক সফরে ছিলেন। লন্ডন হয়ে শনিবার দেশে ফেরেন তিনি। গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের সরকার প্রধান। তিনি সন্ত্রাস-জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানান। এ সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক দুটি বিরল পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ ও আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেন। আইটিইউ’র ১৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ২৬ সেপ্টেম্বর সংস্থার মহাসচিব হাউলিন ঝাও শেখ হাসিনার হাতে ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ তুলে দেন। তথ্যপ্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ) বাংলাদেশকে এ পুরস্কারে ভূষিত করেন। পরদিন ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচীর (ইউএনইপি) নির্বাহী পরিচালক এ্যাচিম স্টেইনার নিউইয়র্কে এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন। এছাড়া গত ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে শান্তিরক্ষা বিষয়ক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কো-চেয়ারের দায়িত্বও পালন করেন শেখ হাসিনা। এসব বিষয়গুলোও আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে প্রধানমন্ত্রী তুলে ধরবেন বলে জানা গেছে।
×